কেন্দ্র থেকে বকেয়া টাকা ফিরিয়ে আনাই প্রথম লক্ষ্য কীর্তি আজাদের
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
ইচ্ছাকৃতভাবে রাজ্যের গরিব মানুষদের ১০০ দিনের কাজের বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার।আর এর ফলে চরম সমস্যায় পড়তে হয়েছে রাজ্যের কয়েক লক্ষ গরিব মানুষদের। সংসদ পদে শপথ গ্রহণের পর কেন্দ্র সরকারের কাছ থেকে এই টাকা নিয়ে আসাই হবে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সংসদ কীর্তি আজাদের।
বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরের স্বস্ত্রি পুজো দিতে এসে একথা বললেন সাংসদ কীর্তি আজাদ। সাংসদ বলেন আমরা যখন পাকিস্তানকে ক্রিকেট খেলায় হারাতাম তখন পাকিস্তান হারলেও শেষে হাত মিলিয়ে যেত।কিন্তু দিলীপ ঘোষ একই কক্ষে ছিল।গণনার দিন হেরে গেলো,কিন্তু ভুলেও হাত মিলিয়ে গেলো না। তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী কীর্তি আজাদ বিপুলসংখ্যক ভোটে জয়যুক্ত হওয়ার পর শহর বর্ধমানের দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে পূজো দিলেন ।
বর্ধমান বাসির মঙ্গলকামনায় শহর বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ বলেন, আমার সর্ব প্রথম কাজ হবে আমাদের যে হকের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে সেটা আদায় করা।
আজ আমি পুজো দিলাম যাতে বর্ধমানবাসী সকলে ভালো থাকেন। যে ঘরে মায়েরা আছেন সেই সব ঘরে শান্তি অবশ্যই থাকবে বললেন বর্ধমান দুর্গাপুর লোকসভার সদ্য জয়ী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊