কেন্দ্রে মোদি সরকার না, সংখ্যালঘু সরকার, অভিশপ্ত সরকার: জয় প্রকাশ মজুমদার



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

কেন্দ্রে মোদি সরকার না।এটা সংখ্যালঘু সরকার, অভিশপ্ত সরকার গঠন হয়েছে।এন ডিএ সরকার গঠনের পরেই নিট পরিক্ষা বাতিল হয়েছে। ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ছাত্র ছাত্রী যারা ডাক্তার হবে তাদের কাছথেকে অবৈধ্য ভাবে টাকা নিয়ে বিজেপি ভোট করেছে।আজ বর্ধমানের টাউন হল ময়দানে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে একথা বলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা জয় প্রকাশ মজুমদার।

জয় প্রকাশ বাবু শুভেন্দু অধিকারীর বিষয়ে বলেন ভালো হবে তিনি যদি বাংলা বিরোধী রাজনীতি না করে বাংলা মুখি রাজনীতি শুরু করেন।তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা জয় প্রকাশ মজুমদার। বিধায়ক খোকন দাস,অলক মাঝি, শম্পা ধারা সহ তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীরা।




তীব্র গরমে রক্তর সংকট মেটাতে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষ মহিলা সহ প্রায় আড়াইশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত সমস্ত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের হাতে।