কোচবিহারে শেষ হাসি হাসলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া
কোচবিহারে জয়ের পথে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, হারলো নিশিথ প্রামাণিক। দীর্ঘ ভোট গ্রহণ পর্ব শেষে আজ লোকসভা নির্বাচনের ফল ঘোষনা। চলছে গণনা। টান টান উত্তেজনা সারা দেশজুড়ে। ইতিমধ্যে জানা গেছে উত্তরবঙ্গের কোচবিহার আসন যে আসন থেকে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক লড়েছেন বিজেপির হয়ে সেই আসনেই হারের পথে বিজেপি। জয়ের পথে সিতাই বিধানসভার বিধায়ক তথা তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এর পরেই কোচবিহার জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে দেখা গেল উল্লাস।
সকাল থেকেই প্রায় টান টান উত্তেজনা ছিল কোচবিহার জুড়ে। প্রথম থেকে তৃণমূল-বিজেপি দুই দলের প্রার্থীর লড়াই ছিল টান টান। শেষমেষ জয়ের হাসি হাসলো তৃণমূল কংগ্রেস। সবুজ আবির ইতিমধ্যে গোটা কোচবিহারের বিভিন্ন প্রান্তে ছেয়ে যাচ্ছে। চলছে উল্লাস।
কোচবিহারে শেষ হাসি হাসলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া
Posted by Sangbad Ekalavya on Tuesday, June 4, 2024
প্রসঙ্গত কার্যত বাংলায় এক্সিট পোলের ঠিক উল্টো চিত্র ফুটে উঠেছে আপাতত। সবুজ ঝড়ের আশঙ্কা। এগিয়ে তৃণমূল কংগ্রেস। প্রায় সারা রাজ্যে তাই চলছে। ফল চূড়ান্ত না হতেই কোথাও কোথাও শুরু হয়েছে সবুজ আবির খেলা। কীর্তি আজাদ থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহু আসনেই এগিয়ে তৃণমূল কংগ্রেস। কার্যত রেকর্ড সংখ্যক ভোটে জয়ের পথে এগিয়ে চলছেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেনাপতির সিলমোহর যেন চূড়ান্তভাবে আবার তার নামের পাশে সেঁটে যাচ্ছে। গোটা বাংলার সাথে সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দেশের অন্যান্য কেন্দ্রেও। খুব সহজ যে এনডিএ পাবে তেমনটাই আভাস কিন্তু ফুটে উঠছে। ভোট বৈতরণী টপকে দিল্লী কার সেটা দেখার লক্ষ্যে গোটা ভারতীয় আজ ফলের দিকে তাঁকিয়ে। আর সেই ফল যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্পষ্ট হবে তাও স্পষ্ট।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊