Latest News

6/recent/ticker-posts

Ad Code

অষ্টম রাউন্ড শেষে হার শিকার বিজেপি প্রার্থী অসীম সরকারের, গণনা কেন্দ্র থেকে বেড়িয়ে গেলেন এজেন্টরা

অষ্টম রাউন্ড শেষে হার শিকার বিজেপি প্রার্থী অসীম সরকারের, গণনা কেন্দ্র থেকে বেড়িয়ে গেলেন এজেন্টরা

Asim Sarkar


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-


আট রাউন্ডের পর ভোটগণনা কেন্দ্র থেকে বেরিয়ে গেলেন বিজেপি এজেন্টরা। হার স্বীকার করলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার। তিনি বলেন, “সাধারণ মানুষ যা রায় দিয়েছে, তা মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ।”



গননা কেন্দ্রের ভিতরে,বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অসিম সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ,পূর্বস্থলী ১ নং ব্লক সভাপতি রাজকুমার পান্ডে। রায়না বিধানসভার তৃণমূল কংগ্রেস নেতা বামদেব মন্ডল সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা। এরপর বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারকে দেখে জয় বাংলা স্লোগান দিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। সাক্ষাৎকারের মধ্যে অসীম সরকারকে বাংলার গান গাইতে এক প্রকার বাধ্য করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃণমূল কংগ্রেস কর্মীদের অনুরোধে একটি গান ও গাইলেন কবিয়াল।এরপরে প্রতিটি মঞ্চে যাতে বাংলার গান, গান সেই কথাও বলেন তৃণমূল কর্মীরা।



বিজেপি প্রার্থী অসীম সরকার, এই হারকে মেনে নিয়ে বলেন। কেউ কি আশা করেন আমি হারবো। জনগণের রায় মেনে নিতে হবে। জনগণের রায়কে মাথা পেতে নেওয়াটাই বুদ্ধিমানের পরিচয় বলে মনে করেন কবিয়াল অসীম সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code