বৃষ্টি না হলেও ভেস্তে গেল ভারত-কানাডা ম্যাচ

India vs Canda


বৃষ্টি না হলেও খেলা শুরু করা গেল না ফ্লোরিডায়। ফলে ভেস্তে গেল ভারত-কানাডা ম্যাচ। আজ বিশ্বকাপের মঞ্চে ভারত ও কানাডার মুখোমুখি হওয়ার কথা ছিল ফ্লোরিডায়। দুই দলের খেলোয়াড়রাও ছিলেন। কিন্তু মাঠের বেশ কিছুটা অংশ ভেজা থাকায় আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন, খেলা হবে না। ফলে গ্রুপের শেষ ম্যাচ না খেলেই সুপার ৮ খেলতে নামবেন রোহিত শর্মারা।

এদিন প্রথমে ভারতীয় সময় রাত আটটায় আম্পায়াররা মাঠ পরিদর্শন করে তখন মাঠ ভেজা। এরপর রাত নটার দিকে ফের পরিদর্শন করেন মাঠ। তখনও মাঠ শুকোতে সফল হননি মাঠকর্মীরা। ফলে হয়নি টসও। ইতিমধ্যে ভারত পৌঁছে গেছে সুপার এইটে আর কানাডা ছিটকে গেছে বিশ্বকাপ থেকে তাই এই ম্যাচে ততটা গুরুত্বপূর্ণ না থাকায় ঝুঁকি না নিয়েই ম্যাচ বাতিল করা হয়।

আজকের ম্যাচ বাতিল হওয়ায় ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সুপার এইটে পৌঁছে গেল ভারত। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছিল ফ্লোরিডায়। বৃষ্টির কারণেই এই মাঠেই আমেরিকা-আয়ারল্যান্ড ম্যাচ ভেস্তে যায়। অনেক চেষ্টা করেও মাঠ শোকাতে পারেননি কর্মীরা। শনিবার ভারত-কানাডা ম্যাচেও সেই ছবিই দেখা গেল।