USA-কে হারিয়ে বিশ্বকাপের সুপার ৮-এ ভারত

Ind vs USA


আজ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় ছিনিয়ে সুপার ৮-এ জায়গা দখল করে ফেললো ভারত। এদিন টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ব্যাটিং করতে নেমে নির্ধারিত কুড়ি ওভার ১১০ রান তোলে মার্কিন যুক্তরাষ্ট্র। জবাবে ব্যাট করতে নেমে 10 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় রোহিত ব্রিগেড।

এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের ইনিংসে শুরুতেই ধাক্কা দেন আরশদীপ সিং। প্রথম ওভারেই দুই উইকেট তুলে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপে ফেলেন তিনি। টেলর ২৪, জোন্স ১১, কুমার ২৭, আন্ডারসন ১৫, হরমিত ১০, ভন ১১। আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। ৮ উইকেটে ১১০ রান তোলে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের হয়ে আরশদীপ ৪টি, হার্দিক ২টি ও অক্ষর ১টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতও। রোহিত ৩ ও কোহলি খালি হাতেই ফেরেন। পন্থের ১৮, সূর্য কুমার যাদবের অপরাজিত হাফসেঞ্চুরি ও শিবম এর ৩১ রানের উপর ভর করে ১০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। পরপর তিন ম্যাচে জয় ছিনিয়ে সুপার এইটে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে নেত্রাভালকার ২টি ও আলি ১টি উইকেট নেন।