আবারও বৃষ্টি, ভিজছে মাঠ, বন্ধ খেলা

Ind vs eng


ফের বৃষ্টি শুরু হয়েছে, এবার তা যথেষ্ট ভারি যে সবাইকে তাড়িয়ে বেড়াচ্ছে। ভিড়ের মধ্যে ছাতা উঠে গেছে এবং আপাতত বন্ধ খেলা। বৃষ্টি কারণে খেলা শুরু হতেই দেরি হয়। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। 

ইংল্যান্ডের আহ্বানে প্রথম ব্যাট করতে নেমে আজ মাত্র ৯ রান করেই প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। এরপরেই ফেরেন পন্থ। ৪ রান করেই ফেরেন পন্থ। ইনিংসের গতি বজায় রাখেন রোহিত শর্মা। ৮ ওভার শেষে যখন দলগত রান ৬৫ তখন দুই উইকেট খুইয়ে ফেলেছে ভারত। বৃষ্টি হওয়ার কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ। 


রোহিত শর্মা ৩৭ ও সূর্য ১৩ রানে ব্যাটিং করছেন। বৃষ্টির কারণে ভিজে গেছে মাঠ ফলে বন্ধ খেলা। আপাতত বৃষ্টি থামলেও মাঠের বেশ কিছুটা অংশ ভেজা। ফলে আম্পায়াররা আলোচনা করছে। ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। এর মধ্যে চলছে মাঠ শুকানোর কাজ। পুনরায় ১০টা ৪৫ মিনিটে মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা