Latest News

6/recent/ticker-posts

Ad Code

IND vs BAN Warm up Match: ব্যাটে বলে দাপট, বাংলাদেশকে হারালো ভারত

 IND vs BAN Warm up Match: ব্যাটে বলে দাপট, বাংলাদেশকে হারালো ভারত

Ind vs Ban


ব্যাটে বলে দাপট, বাংলাদেশকে হারালো ভারত। বাংলাদেশের বিরদ্ধে প্রস্তুতি ম্যাচে এদিন রোহিতের সঙ্গে ওপেন করেন সঞ্জু। কিন্তু ব্যর্থ হন সঞ্জু । দ্বিতীয় ওভারের পঞ্চম ডেলিভারিতে সঞ্জু ১ রান (৬ বলে) করে সাজঘরে ফেরেন। শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হন সূর্য। পরিবর্তে ক্রিজে এসেছেন ঋষভ পন্ত। ৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৩৩ রান। ১৯ বলে ২৩ করে মাহমুদুল্লাহের বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন রোহিত। ৩২ বলে অর্ধশতরান পূরণ করে রিটায়ার্ড আউট হয়ে সাজঘরে ফিরে যান, পরের প্লেয়ারদের ব্যাটিংয়ের সুযোগ পান। তাঁর ৫৩ রানের এই ইনিংসে ছিল চারটি চার এবং চারটি ছক্কা। ১৬ বলে ১৪ করে আউট হন শিবম দুবে। তনভীর ইসলামের বলে তৌহিদ হৃদয়কে ক্যাচ দিয়ে আউট হন সূর্য। চারটি চারের সৌজন্যে করেন ১৮ বলে ৩১ রান। ২৩ বলে অপরাজিত ৪০ রানের দুরন্ত ইনিংস খেলেছেন হার্দিক পান্ডিয়া। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে পৌঁছে যায় ১৮২ রানে। ৬ বলে ৪ করে অপরাজিত থাকেন জাদেজা। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৮৩ রান।



বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই ২ বলে ০-এ সৌম্য সরকারকে ফেরান আর্শদীপ। পন্তের হাতে ক্যাচ দেন সৌম্য। তৃতীয় ওভার বল করতে এসে, প্রথম ডেলিভারিতেই লিটন দাসকে বোল্ড করেন আর্শ। ৮ বলে ৬ করে সাজঘরে ফেরেন লিটন। চতুর্থ ওভারের পঞ্চম বলে আবার সিরাজ আউট করেন নাজমুল হোসেন শান্তকে। শান্ত ৬ বল খেললেও রানের খাতা খুলতে না পেরে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। অষ্টম ওভারের দ্বিতীয় বলে তৌহিদ হৃদয়ের ক্যাচ ধরেন রবীন্দ্র জাদেজা। তৌহিদ ১৪ বলে ১৩ রান করেন। নবম ওভারের দ্বিতীয় বলে আবার তানজিদ হাসানকে ফেরান হার্দিক পান্ডিয়া। ১৮ বলে ১৭ করে তানজিদ ক্যাচ দেন আর্শদীপকে। শেষমেষ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ তোলে বাংলাদেশ। ৬০ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code