রোহিতের দাপট, ভারত ২০৬ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়াকে 



অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০৫ রান তুলল ভারত। সেন্ট লুসিয়ার মাঠে শুরু থেকেই ঝড় তুলেছিলেন রোহিত। তাঁর দাপটেই টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব থেকে বেশি রান তুলল ভারত।


এদিন অল্পেতেই সেঞ্চুরি মিস করেন রোহিত। ৪১ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। তবে এদিন ব্যর্থ হন কোহলি। খালি হাতেই মাঠ ছাড়েন তিনি। শেষবেলায় হার্দিক পাণ্ড্য ১৭ বলে ২৭ রান করেন। ৫ বল খেলা জাডেজাও একটি ছক্কা মারেন। ভারতীয় সমর্থকদের আফসোস সূর্যকুমারের উইকেট নিয়ে। তিনি নিজের উইকেটটি দিয়ে এলেন। না হলে আরও কিছুটা রান তুলতে পারত ভারত।


অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক ও স্টওনইস দুইটি করে উইকেট নেন। একটি উইকেট নেন হ্যাজেলউড।