TET সার্টিফিকেট সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি, কোথায়, কখন জমা করবেন আবেদন?
কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের শিক্ষকদের তথ্য ডিজিটাইজড করার প্রক্রিয়া শুরু হয়েছে। আর তাতে সমস্যায় পড়ছে 12th RLST রা। ২০১১-তে অনুষ্ঠিত এই RLST উত্তীর্ণ অনেকেই শিক্ষক পদে কর্মরত। TET সার্টিফিকেট না থাকায় কমিশনে আবেদন করায় এবার সার্টিফিকেট দেওয়ার উদ্যোগ নিয়েছে কমিশন। বিজ্ঞপ্তি জারি করে এবার কমিশন আবেদন জমা নেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য জানালো।
কমিশন জানিয়েছে, রি-ভ্যালিডেশন করার জন্য আবেদনকারীদের ৩১শে জুলাই ২০২৪-র মধ্যে আবেদন করতে হবে আচার্য ভবন, সল্টলেক, কলকাতার অফিসে। নিম্ন লিখিত তারিখ গুলিতে আবেদন করতে হবে অবশ্যই রিজিওন দেখে।
১৯শে জুন থেকে ২১শএ জুন - সব রিজিওনের আবেদন পত্র জমা করা যাবে।
২৪ থেকে ২৮শে জুন - নর্থান ও ইস্টার্ন রিজিওনের আবেদন জমা করা যাবে।
১লা জুলাই থেকে ৫ই জুলাই- ওয়েস্টার্ন ও সাউথার্ন জোনের আবেদন জমা করা যাবে।
৮ই জুলাই থেকে ১২ই জুলাই- নর্থান ও সাউথার্ন ইস্টার্ন রিজিওনের আবেদন জমা করা যাবে।
১৫ থেকে ১৯শে জুলাই - ওয়েস্টার্ন ও ইস্টার্ন জোনের আবেদন জমা করা যাবে।
২২ থেকে ২৬শে জুলাই - সাউথার্ন ও সাউথার্ন ইস্টার্ন জোনের আবেদন জমা করা যাবে।
২৯ থেকে ৩১শে জুলাই - সব রিজিওনের আবেদন পত্র জমা করা যাবে।
পাশাপাশি রিজিওনাল অফিসে আবেদন পত্র জমা করতে হলে-
১৫-৩১ জুলাইয়ের মধ্যে নিম্নের রিজিওনাল অফিস গুলিতে আবেদন করা যাবে
নর্থান রিজিওনাল অফিস, মালদা
ওয়েস্টার্ন রিজিওনাল অফিস, বাঁকুড়া
ইস্টার্ন রিজিওনাল অফিস, বর্ধমান
সাউথার্ন রিজিওনাল অফিস, কলকাতা
সাউথার্ন ইস্টার্ন রিজিওনাল অফিস, বারাসাত
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊