IBPS RRB Recruitment

Job Update


ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের অধীনে রুরাল রিজিওনাল ব্যাঙ্কে স্কেল ১, ২ ও ৩-এর জন্য অফিসার এবং মাল্টিপারপাস অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগে আবেদন গ্রহন শুরু করেছে। মূলত বেশ কিছু গ্রামীণ আঞ্চলিক ব্যাঙ্কের (IBPS Recruitment) শূন্যপদ গুলি পূরণের জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৭শে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। সারা দেশের গ্রামীণ ব্যাঙ্কগুলিতে মোট ৯৯৯৫ টি শূন্যপদ পূরণ করা হবে। আবেদন করতে হলে অসংরক্ষিত এবং ওবিসি প্রার্থীদের দিতে হবে ৮৫০ টাকা আবেদনের ফি। অন্যদিকে এসসি, এসটি এবং প্রতিবন্ধী প্রার্থীদের দিতে হবে ১৭৫ টাকা। অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য প্রার্থীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। অফিসার স্কেল ১-এর জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০-এর মধ্যে। অফিসার স্কেল ২-এর জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩২-এর মধ্যে। অফিসার স্কেল ৩-এর জন্য বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস), অফিসার স্কেল ১ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার), অফিসার স্কেল ২ (জেনারেল ব্যাঙ্কিং অফিসার ম্যানেজার) এবং অফিসার স্কেল ৩ (সিনিয়র ম্যানেজার) পদের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে নজর দিন।