Latest News

6/recent/ticker-posts

Ad Code

Euro Cup: ইউরো কাপের শেষ ষোলোয় জায়গা করে নিল জার্মানি

ইউরো কাপের শেষ ষোলোয় জায়গা করে নিল জার্মানি

Germany


ইউরো কাপের শেষ ষোলোয় জায়গা করে নিল জার্মানি। হাঙ্গেরিকে হারিয়ে শেষ ষোলোর জায়গা পাকা করলো জার্মানি। স্টুটগার্টে হাঙ্গেরির বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিল ২০১৪ বিশ্বচ্যাম্পিয়নরা। আর সাথে সাথে চলতি টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ ষোলোয় জার্মানি। জার্মানির হয়ে গোল করেন জামাল মুসিয়ালা ও অধিনায়ক গুন্ডোগান।

এদিন খেলার ২২ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন মুসিয়ালা। প্রথমার্ধে হাঙ্গেরি সাতবার গোলমুখে শট মেরেছিলেন। অন্যদিকে জার্মানি আটবার শট মেরেছিলেন। কিন্তু হয়নি গোল। দ্বিতীয়ার্ধে জার্মানির হয়ে ব্যবধান বাড়ান অধিনায়ক গুন্ডোগান।

এর আগে স্কটল্য়ান্ডের বিরুদ্ধে ৫-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল জার্মানরা। এবার হাঙ্গেরির বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিল জার্মানি। গ্রুপ এ-র অন্য ম্যাচে স্কটল্যান্ড যদি সুইৎজারল্যান্ডকে হারাতে ব্যর্থ হয়, তবে প্রথম দুইয়ে থাকা অবস্থায় নক আউটে চলে যাবে জার্মানরা।

চলতি ইউরােতে জার্মানি এখনও পর্যন্ত মোট ৭ গোল করেছে। গ্রুপ পর্বে যে কোনও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সর্বাধিক গোল এটি জার্মানদের। জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ১৭ বার খেলতে নামলেন। ইতালির বুফোনের সঙ্গে একই সারিতে রয়েছেন ন্যুয়ার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code