Latest News

6/recent/ticker-posts

Ad Code

Euro Cup 2024: স্কটল্যান্ডকে উড়িয়ে ইউরো শুরু জার্মানির

Euro Cup 2024: স্কটল্যান্ডকে উড়িয়ে ইউরো শুরু জার্মানির

Euro Cup


শুক্রবার মধ্যরাতে স্কটল্যান্ড-জার্মানির ম্যাচ দিয়েই শুরু হল ইউরো কাপের আসর। ফুটবল বিশ্বে বিশ্বকাপের পর জনপ্রিয় প্রতিযোগিতা ইউরো কাপ। ম্যাচের একেবারে প্রথম মিনিট থেকে দাপট দেখানো শুরু করে জার্মানি। তরুন তুর্কিদের গতি, দুর্দান্ত উইং প্লে, আর ডিরেক্ট পাসিং শুরু থেকেই অপ্রতিরোধ্য করে তুলেছিল জার্মানিকে।

এদিন স্কটল্যান্ডের বিরুদ্ধে পাঁচ গোল করে দুরন্ত জয় ছিনিয়ে ইউরোর ইতিহাসে নিজেদের সেরা জয়ের ইতিহাস লিখলো জার্মানি। জার্মানির (Germany) প্রথম গোলটি এল ফ্লোরিয়ান উইর্টজের পা থেকে। আরেক তরুণ মুসিয়ালার পা থেকে আসে দ্বিতীয় গোল। বক্সের মধ্যে বিশ্রী ফাইল করে লালকার্ড দেখলেন ডিফেন্ডার প্রোটিয়াস। সেই সঙ্গে পেনাল্টি পেয়ে গেল জার্মানি। পেনাল্টি বক্স থেকে গোল করেন হাভার্ৎজ। ৬৮ মিনিটে নিকলস ফুলক্রুগ করলেন দুরন্ত শটে। দ্বিতীয়টি এল শেষ মুহুর্তে এমরি চ্যানের পা থেকে।

তবে এদিন এই দুরন্ত ম্যাচে একটি গোল হজম করতে হলো জার্মানিকেও। রুডিগারের মাথা থেকে একটি আত্মঘাতী গোল হজম করতে হল জার্মানদের। চুড়ান্ত স্কোরলাইন ৫-১। মুসিয়ালা, হাভার্ৎজ, উইর্টজদের মতো তরুণ তুর্কিদের গতি, দুর্দান্ত উইং প্লে, আর ডিরেক্ট পাসিং শুরু থেকেই অপ্রতিরোধ্য করে তুলেছিল জার্মানিকে। শুরু থেকে শেষ জার্মানির দাপট ছিল দেখার মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code