৮ জেলায় কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টিতে ভিজবে কোন কোন এলাকা?

কালবৈশাখী


তীব্র দাবদাহের পর নামতে চলেছে স্বস্তির বৃষ্টি। বেশ কিছুদিন ধরেই রোদে পুড়ছিল বাংলা। তবে এবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দুপুরের পর থেকে কলকাতায় বৃষ্টি পরিস্থিতি শুরু হতে পারে। বিকেল বা সন্ধ্যার পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ৯ই মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।

সোমবার বৃষ্টিতে ভিজবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায়। সঙ্গে কালবৈশাখীর ইঙ্গিতও রয়েছে। কাল, মঙ্গলবার ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। এদিকে উত্তরের জেলা গুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

দুপুর বা বিকেলের পর রাজ্যের ৮ জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। এই এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে দুপুর বা বিকেলের পর। সঙ্গে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টি দক্ষিণের সব জেলায়, সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইবে। একই রকম বৃষ্টি হবে উত্তরেও। তীব্র গরম থেকে আপাতত রেহাইয়ের পথে।