WBPSC -তে একাধিক শূন্যপদে আবেদন চলছে, আবেদন করুন 


Job Update

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) বিভিন্ন ক্যাটাগরিতে ৮১টি পদের জন্য শূন্যপদ ঘোষণা করেছে। ফিসারি এক্সটেন্সনের কর্মকর্তা, সহকারী গবেষণা কর্মকর্তা, ফিসারি সুপারভাইজার এবং WB জুনিয়র ফিশারিজ সার্ভিসেস গ্রেড II এর অধীনে অন্যান্য পদে নিয়োগ করবে পিএসসি। আগ্রহী প্রার্থীরা WBPSC এর অফিশিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in এ গিয়ে আবেদন করতে পারবেন।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের এই বিভিন্ন পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীরা ১৩ মে ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারেন। আবেদনকারীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে অবশ্যই আবেদন করার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে, সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্ব সীমাতে শিথিলতা দেওয়া হবে। সাধারণ বিভাগের আবেদনকারীদের আবেদন ফি হিসাবে ১১০ টাকা দিতে হবে। যেখানে, পশ্চিমবঙ্গে, SC, ST, PWD বিভাগের প্রার্থীদের কোনো ফি প্রদান করতে হবে না। প্রার্থীরা ১৪ মে পর্যন্ত অফলাইন মোডে পরীক্ষার ফি দিতে পারবেন।