প্রাথমিক টেটে ৩৯২৯ শূন্যপদ মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বদলে নয়া রায় সুপ্রিমকোর্টের
প্রাথমিক টেটের ৩৯২৯ শূন্যপদ নিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ‘না’, নতুন রায় দিল সুপ্রিম কোর্ট। ২০১৪ এর টেটের ভিত্তিতে ২০২০ সালে ১৬ হাজার ৫০০ টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা হাইকোর্টে ওই নিয়োগ প্রক্রিয়ায় ৩৯২০ টি শূন্য পদ এখনও অবশিষ্ট রয়েছে বলে দাবি জানিয়ে মামলা হয়।
সেই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই ৩৯২০ শূন্য পদে মামলাকারীদের চাকরি দেওয়ার নির্দেশ দিলে মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ ওই শূন্য পদে শুধুমাত্র মামলাকারীরা নয়, ২০১৪ এর টেটে অংশগ্রহণকারী যে কোন চাকরিপ্রার্থী নিয়োগপত্র পেতে পারেন বলে জানান ।
ডিভিশন বেঞ্চের সেই নির্দেশকেও চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ ওই শূন্য পদে কাউকেই নিয়োগ পত্র দেওয়া হবে না বলেই জানিয়ে দেন । ওই ৩৯২০ জনকে ভবিষ্যতের শূন্য পদের সঙ্গে যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি।
এদিকে সম্প্রতি কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলায় শিক্ষক অশিক্ষক কর্মী মিলিয়ে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যায় এসএসসি। সুপ্রিমকোর্ট আপাতত সেই মামলায় চাকরি বাতিলে স্থগিতাদেশ দিয়েছে। এই আবহে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়েও নয়া রায় সুপ্রিমকোর্টের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊