Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজ্ঞান মডেল প্রতিযোগিতায় অতুলনীয় মডেল, প্রথম হল অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন উচ্চ বিদ্যালয়

বিজ্ঞান মডেল প্রতিযোগিতায় অতুলনীয় মডেল, প্রথম হল অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন উচ্চ বিদ্যালয় 

Science Fair


বিজ্ঞান মডেল প্রতিযোগিতায় ক্যামেলিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এর ব্যবস্থাপনায় অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক) এর ছাত্র ছাত্রীরা প্রথম স্থান অধিকার করল।


আপনি বাড়িতে থাকা অবস্থায় বা বাড়ির বাইরে থাকা অবস্থায় যদি জ্বালানি গ্যাসের নব বন্ধ করতে ভুলে যান বা কোন কারণে গ্যাস পাইপ লিক করে জ্বালানি গ্যাস বেরোতে থাকে সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার এক অত্যাধুনিক মডেল। অশোকনগর বিদ্যাসাগর বাণী আমাদের মডেলের মূল বিষয় হলো কোন কারনে গ্যাস লিক করলে গ্যাস সেন্সর ডিটেক্টর এ সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে এবং বাড়িতে অ্যালার্ম বেজে উঠবে ও রেড লাইট জ্বলে উঠবে।

এছাড়া স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনার গ্যাস সিলিন্ডারের নব বন্ধ হয়ে যাবে। ঘরে জমে থাকা জ্বালানি গ্যাস বের করে দেওয়ার জন্য স্বংক্রিয় ভাবে এক্সঝস্ট ফ্যান চালু হয়ে যাবে। এছাড়া স্বয়ংক্রিয় ভাবে এলসিডি স্ক্রিনে ভেসে উঠবে গ্যাস ডিটেকটেড। যদি গ্যাস লিকেজ না হয় তাহলে এলসিডি স্ক্রিনে লেখা উঠবে "নো গ্যাস ডিটেক্টেড।" আপনি বাড়ির বাইরে থাকলেও আপনার মোবাইল ফোনের স্ক্রিনে ভেসে উঠবে " LPG GAS DECETED in your kitchen."

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code