ভিক্ষুর ছদ্মবেশে এসে বাড়িতে চুরি, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য



ধূপগুড়ি, জয়ন্ত বর্মণ

মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার অন্তর্গত গাদং ১ নং গ্রাম পঞ্চায়েতের কথাপাড়ার বেলতলি এলাকায়।



স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিক্ষা করার বেসে এক ভিক্ষু এলাকায় ঢুকে পরে। এলাকার বেশ কয়েকটি বাড়িতে তিনি ভিক্ষাও করেন।


স্থানীয় বাসিন্দা ফজলার রহমানের বাড়িতে যান বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে রীতিমতো ঘরের যাবতীয় জিনিসপত্র লন্ডভন্ড করে দেয় ওই ভিক্ষুড়। এমনকি আলমারি ভেঙে টাকা পয়সা সহ 2 ভরি সোনার তৈরি অলংকার নিয়ে চম্পট দেয় ভিক্ষুক বলে অভিযোগ পরিবারের। দিনে দুপুরে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।

যার জেরে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা।

পরবর্তীতে খবর দেওয়া হয় ধুপগুড়ি থানায়, পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যেই।