Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওবিসি বাতিল নিয়ে এবার মুখ খুললেন সৃজন ভট্টাচার্য

ওবিসি বাতিল নিয়ে এবার মুখ খুললেন সৃজন ভট্টাচার্য 

Srijan Bhattacharya


সৃজন ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে জনসংযোগ এসে বারুইপুর স্টেশনে ওবিসি বাতিল নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুললেন।



রমনাথ কমিশনের সুপারিশ মাধ্যমে বামফ্রন্ট সরকার দেশে প্রথম ওবিসির সংরক্ষণের জন্য ব্যবস্থা করেছিল। তৃণমূল আর পাঁচটার মতো যেমন ঘেঁটে ঘ করে দেয়, দুর্নীতি, অনিয়ম, বেনিয়ম করে দেয়, ওবিসিতেও তাই করেছে। ফলত এক ধাক্কায় পাঁচ লক্ষ মানুষের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল। তৃণমূলে হাতে পড়লে এই জিনিস হতে বাধ্য। তৃণমূল তারাও,বাংলা বাঁচাও, চাকরি পাও এমনই কথা বলতে শোনা গেল যাদব লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে। 


বৃহস্পতিবার সকালে বারুইপুর স্টেশনে জনসংযোগ ও ভোট প্রচার করেন তখন এই কথাগুলি সাংবাদিককে বলেন সৃজন। তিনি আরও বলেন প্রায় আড়াই মাস ধরে যাদবপুর লোকসভার সাতটি বিধানসভায় ভোট প্রচার করছেন তাতে যাদবপুর লোকসভাটা বিরাট বড় কেন্দ্র যত বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় সেই চেষ্টা করছি। এই আড়াই মাস ধরে যাদবপুর এলাকা ঘুরে মানুষের যা মুখ চোখ দেখেছি যা বুঝেছি তৃণমূল, বিজেপি তোলাবাজি দাঙ্গাবাজি হাত থেকে নিষ্কৃতি চাইছে মানুষ। আমরা বামপন্থীরা মানুষের কাছে বলতে চাই যে আমরা রুটি-রুটির কথা মানুষের কথা শুনেছি অনেক। সকলের সাহায্য নিয়ে কাজ করার জন্য বলেছি মানুষকে।



বৃহস্পতিবার সকালেই বারুই পুর স্টেশনে ১ ,২ ,৪ নম্বর প্লাটফর্মের রেল যাত্রীদের ও হকার বন্ধুদের সঙ্গে তিনি আলাপচারিতা করেন সেই সঙ্গে বারুইপুর স্টেশন এর ৪ নম্বর প্লাটফর্মের পাশে যে অটো স্ট্যান্ড আছে সেখানকার অটো ড্রাইভারদের সঙ্গে তিনি আলাপচারিতা করেন। ভোটের জন্য আশীর্বাদ চান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code