বিরল প্রজাতির বড় আকারের এক পরিযায়ী পাখি উদ্ধার



মালদা,মানিকচক

বিরল প্রজাতির বড় আকারের এক পরিযায়ী পাখি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হল মালদার মানিকচকের ধরমপুরের সদাগরটোলা এলাকায়। পাখিটিকে ধরে এক স্থানীয় এক ব্যক্তি খবর দিয়েছেন বন দপ্তরে বলে খবর।

স্থানীয়দের বক্তব্য, সকালের দিকে তারা হঠাৎ করেই এলাকার এক শিমুল গাছের নিচে পাখিটিকে পড়ে থাকতে দেখেন। পাখিটি উড়তে পারছিল না। বিভিন্ন জন্তু জানোয়ার পাখিটির উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল। এই দৃশ্য দেখে তারা পাখিটিকে উদ্ধার কোরে নিজেদের হেপাজতে রাখেন।

মনে হচ্ছে এটি বিরল প্রজাতির পরিযায়ী পাখি। যা রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনভাবে দলছুট হয়ে এই এলাকায় চলে এসেছে। তাই তারা চান বন দপ্তর এসে পাখিটিকে উদ্ধার করে নিয়ে কোন নিরাপদে আশ্রয়ে রাখার ব্যবস্থা করুক।