Latest News

6/recent/ticker-posts

Ad Code

Narendra Modi: লোকসভা নির্বাচনের প্রচার শেষে কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন মোদী

Narendra Modi: লোকসভা নির্বাচনের প্রচার শেষে কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন মোদী

Modi


২০১৯-এ সপ্তম দফার লোকসভা নির্বাচনের আগে বসেছিলেন নরেন্দ্র মোদী। এবারও ঠিক তাই করবেন। লোকসভা নির্বাচনের প্রচার শেষে ধ্যানে বসবেন মোদী। ৩০ মে থেকে ১ জুন ধ্যান করবেন নরেন্দ্র মোদি। কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন তিনি।

দেশের একেবারে দক্ষিণতম বিন্দু তামিলনাড়ুর কন্যাকুমারী। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগর মিশেছে সেখানে। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূল। মূল ভূখণ্ড পেরিয়ে কিছুটা এগিয়ে বিবেকানন্দ রক। যেখানে ধ্যানে বসতেন বিবেকানন্দ। আর সেখানেই এবার ধ্যানে বসতেন চলেছেন নরেন্দ্র মোদী।

গত ১৯ এপ্রিল ছিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। সাত দফায় হচ্ছে এবারের ভোটাভুটি। ৪ জুন ভোটগণনা। তবে তার আগে ১লা জুন শেষ দফার নির্বাচন। ৩০শে মে নির্বাচনী প্রচারের শেষ দিন। ৩০শে মে নির্বাচনী প্রচার শেষ করেই ধ্যানে বসবেন মোদী। ১লা জুন সন্ধ্যা পর্যন্ত করবেন ধ্যান। টানা দুদিন ধ্যানে থাকবেন তিনি।

২০১৯-এও ধ্যানে বসেছিলেন নরেন্দ্র মোদী। সপ্তম দফার ভোটগ্রহণের আগের দিন সেবার কেদারনাথের গুহায় দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। এবার তিনি যাবেন কন্যাকুমারীতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code