টি২০ বিশ্বকাপের আগে সতীর্থদের জন্য বার্তা দিলেন রোহিত শর্মা 

Rohit Sharma


আইপিএল শেষ এবার দেশের হয়ে টি২০ বিশ্বকাপের লড়াইয়ে নামতে চলছে ভারতীয় ক্রিকেট দল। তার আগে দলের সতীর্থদের বড় বার্তা দিলেন অধিনায়ক রোহিত শর্মা। নির্দিষ্ট পরিকল্পনা এবং তার বাস্তবায়ন ছাড়া এখন টি-টোয়েন্টি ম্যাচ জেতা কঠিন বলে অভিমত রোহিতের।আর তাই পরিকল্পনা মাফিক এগোতে হবে। যাকে যা বলা দরকার তাই বলবেন। সতীর্থদের চাপ মুক্ত রাখার চেষ্টা করবেন অধিনায়ক হিসেবে তাও জানিয়ে দিয়েছেন রোহিত।

দলের খেলোয়াড়দের প্রতি রোহিতের বার্তা, ‘‘সবাইকে দলের অংশ এবং গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অনুভব করতে হবে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তা নিশ্চিত করা অধিনায়কের দায়িত্ব।’’ নেতৃত্ব নিয়ে রোহিত বলেছেন, ‘‘অধিনায়ক হিসাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিভিন্ন ধরনের ক্রিকেটারকে এক সঙ্গে সামলানো। প্রত্যেকের আলাদা ভাবনা এবং চাহিদা থাকে। একেক জন একেক রকম সমস্যা নিয়ে আসে। সেই সব সমস্যার সম্ভাব্য সেরা সমাধান খুঁজতে হয়। অধিনায়ক হিসাবে এটা আমার জন্যও খুব ভাল শিক্ষা।’’

রোহিত বলেছেন, ‘‘ক্রিকেটার এবং অধিনায়ক দুইভাবেই প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে। আমার নেতৃত্ব দেওয়ার ধরন একটু আলাদা। প্রতিপক্ষ সম্পর্কে তথ্য এবং সে সবের বিশ্লেষণের উপর গুরুত্ব দিই। ধারাবাহিক পরিবর্তনগুলো বোঝার চেষ্টা করি। বৈঠকে অনেক সময় দিই নিজেকে তৈরি করার জন্য। মাঠে তেমন কোনও পরিস্থিতি তৈরি হলে যাতে সামাল দিতে পারি। দলের অন্যদের জন্য এটা ততটা গুরুত্বপূর্ণ নয়। আমাকে বুঝতেই হয় বিষয়গুলো। প্রয়োজনীয় সব তথ্য জেনে মাঠে নামতে চাই। গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাতে সময় মতো সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে পারি। সব বোঝা ওদের উপর চাপাতে চাই না।’’

তিনি বলেন, "বোলার, ব্যাটারদের পরামর্শ দিই। প্রতিপক্ষের কে কী ভাবে ব্যাট করে, তাকে কেমন বল করা দরকার এই তথ্য বিশ্লেষণ এখন প্রস্তুতির অংশ হয়ে গিয়েছে।’’