West Bengal Madhyamik topper list for the year 2024


West Bengal Madhyamik topper list for the year 2024



গত বছর ১৬ টি জেলা থেকে ১১৮ জন ছিলো প্রথম দশে। বাঁকুড়া জেলা থেকে ১৪ জন, সাউথ কলকাতা থেকে ১৩ জন, পূর্ব মেদিনীপুর থেকে ১১, উত্তর চব্বিশ পরগনা থেকে ৯ জন, পশ্চিম বর্ধমান থেকে ৯ জন, পুরুলিয়া থেকে ৬ জন, হুগলি থেকে ৫ , মালদা থেকে ৪ জন, কোচবিহার থেকে ৩ জন মেধা তালিকায় ছিলো।


গতবছর মাধ্যমিকে প্রথম হয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুর্গাদাসি চৌধুরানী স্কুলের দেবদত্ত মাঝি তার প্রাপ্ত নম্বর ছিলো ৬৯৭ ।

যুগ্মভাবে দ্বিতীয় হয় রিফত হাসান সরকার এবং শুভম পাল। তাঁরা পায় ৬৯১ নম্বর।


সারভার ইমতিয়াজ, সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল ৬৯০ পয়ে একসঙ্গে তৃতীয় হয়।


৬৯৮ নাম্বার পেয়ে চতুর্থ স্থানে বেলদা কুমুদিনি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সমাদ্রিতা সেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অনিশ বারুই, রঘুনাথ বেড়া হাই স্কুলের তুহিন বেড়া ও বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের অর্ক বন্দ্যোপাধ্যায়।

এবছর মাধ্যমিকে পরীক্ষা দিয়েছে ৯ লক্ষের বেশি, মোট পাসের সংখ্যা ৭৬৫২৭২। 36 জনের পরীক্ষা বাতিল হয়েছে। ৬০% এর উপর ১১৮৪১১ , AA পেয়েছে 9961, A+ পেয়েছে  24643, A পেয়েছে 83807

এবছর রাজ্যে যারা সেরার (Madhyamik Topper 2024) তালিকায়- মোট ৫৭ জন র‍্যাঙ্ক করেছে প্রথম ১০ এ । কোচবিহার থেকে মাত্র ২ জন প্রথম ১০ এ রয়েছে। 



Rank

Name

Marks Obtained

 1

 Chandrachur Sen

693 

 2

 Samyapriya guru

 692

 3

 udayan prasad, pushpita banshuri, nairit ranjan paul

691 

 4

 tapajyoti mandal, 

 690

 5

arghyadip basak, 

 689

 6

 trishanu saha, molla sahabuddin, koustab sahu, 

 688

 7

 

 

 8

 

 

 9

sayandip manna, anyanya deb barman,  

 685

 10

bhoumi sarkar, bishal mandal, souvik dutta, anish konar, mourjya paul, arnab biswas, sampurnya da

684