Lightning Death In Malda: ভয়াবহ ! মালদহে বজ্রপাতে মৃত অন্তত ১১
Desk News, Sangbad Ekalavya, 16 May:
বৃহস্পতিবার মালদা জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। পুলিশ জানিয়েছে যে নিহতদের মধ্যে মানিচক থানা এলাকার বাসিন্দা দুই নাবালক এবং মালা থানা এলাকার সাহাপুরের বাসিন্দা তিনজন রয়েছে। অন্য দুইজন গাজোল থানা এলাকার আদিনা ও রতুয়া থানা এলাকার বালুপুরের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, হরিশ্চন্দ্রপুরে ক্ষেতে কাজ করা এক দম্পতিরও বজ্রপাতে মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বজ্রপাতে প্রাণ হারানো বাকিরা ইংরেজবাজার ও মানিচক থানা এলাকার বাসিন্দা।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। বৃহস্পতিবার দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভেজে মালদহ। তাতেই প্রাণহানি হয় তাঁদের।
বৃহস্পতিবার সকাল থেকে প্রচণ্ড গরম ছিল মালদহে (Malda)। দুপুরে হঠাৎই আকাশ কালো হয়ে যায়। ঝড় বৃষ্টি নামে। আচমকাই বজ্রপাত হয়। তাতে পুরাতন মালদহের সাহাপুরে একইসঙ্গে তিনজনের মৃত্যু হয়। মৃতেরা হলেন চন্দন সাহানি(৪০), রাজ মৃধা(১৬) ও মনোজিৎ মণ্ডল(২১)।
গাজোলের আদিনাতে আমবাগানে বজ্রপাতে প্রাণ যায় একাদশ শ্রেণির ছাত্র অসিত সাহার (১৯)। ঝড়ের সময় আমবাগানে আম কুড়াতে গিয়েও প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া মানিকচকের মহম্মদটোলায় রানা শেখ নামে আট বছরের এক বালকের মৃত্যু হয়েছে। হরিশ্চন্দ্রপুরের কুন্দরিয়া গ্রামে মৃত্যু হয়েছে এক দম্পতির। তাঁরা হলেন নয়ন রায় (২৩) এবং তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সিংহ (২০)।
এছাড়া আমবাগানের দেখভালের দায়িত্বে থাকা হাড্ডাটোলার অতুল মণ্ডলের (৬৫) প্রাণ কাড়ে বজ্রপাত। সেখানেই বাজ পড়ে মৃত্যু হয় শেখ সাবরুলের (১১)। সে চৌকি মিরদাদপুর অঞ্চলের নিহালুটোলার আমবাগানে আম কুড়োতে গিয়েছিল।
জমিতে ধান কাটার সময় প্রাণ হারান বছর পঁয়তাল্লিশের সুমিত্রা মণ্ডল। ইংরেজবাজারের মিল্কিতে পঙ্কজ মণ্ডল (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়। আপাতত সবমিলিয়ে ১১ জনের প্রাণ গিয়েছে। এছাড়া আরও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊