বীরভূমে ঝড়বৃষ্টি বজ্রপাতে মৃত দুই জখম পাঁচ
বীরভূম জেলার নানুর থানার চারকলগ্রাম পঞ্চায়েতের চারকলগ্রামে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যায় এক মহিলা । মৃতের নাম জ্যোৎস্না থান্ডার (৩৫) । বাড়ী চারকলগ্রাম । দুপুরে মাঠে কাজ করার সময় আচমকাই বাজ পড়ে খোলা মাঠে কোনও ছাদের নিচে আশ্রয় নিতে পারে নি জ্যোৎস্না । মাথায় বাজ পড়ে ঘটনাস্থলে মারা যায় জ্যোৎস্না । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
জানা গেছে, পাঁচজন বজ্রপাতে জখম হয় তার মধ্যে দুইজন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । নানুর থানার বড়সাঁওতা গ্রামপঞ্চায়েতের ডোংরা গ্রামে বিকালে মাঠে গোরু চড়ানোর সময় বাজ পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যাক্তির । মৃতের নাম সুরথেশ্বর গড়াই (৫০) । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
বিকালের দিকে চিনপাই,লাভপুর,বোলপুর, ইলামবাজার সহ জেলার একাধিক জায়গায় ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতের খবর মিলেছে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊