KKR vs MI: থেমেছে বৃষ্টি? কখন শুরু হবে কলকাতা-মুম্বাই ম্যাচ?

KKR vs MI


আজ কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। খেলা শুরু না হতেই শুরু হয় বৃষ্টি ফলে নির্ধারিত সময়ে খেলা শুরু করাই সম্ভব হয়নি আজ। ইতিমধ্যে থেমে গেছে বৃষ্টি। ৯টা ১৫ মিনিটে শুরু হওয়ার কথা ম্যাচ। 



সময় নষ্ট হওয়ায় কমল ম্যাচের ওভার সংখ্যা। জানানো হল, সন্ধ্যা সাতটায় যে টস হওয়ার কথা ছিল, তা হবে রাত ৯টায়। টসের সঙ্গে ম্যাচ শুরুর আধ ঘণ্টার ফারাক থাকে। তবে সময় বাঁচাতে সেই ফারাক কমিয়ে ১৫ মিনিটে নামিয়ে আনা হয়েছে। রাত ৯.১৫-তে শুরু হবে ম্যাচ। 



২০ ওভার নয়, দুই দল খেলবে ১৬ ওভার করে প্রতি ইনিংস। টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 

মুম্বাই ইন্ডিয়ান্স ইমপ্যাক্ট সাব: রোহিত শর্মা, শামস মুলানি, শিবালিক শর্মা, মোহাম্মদ নবী, কুমার কার্তিক

কলকাতা নাইট রাইডার্স ইমপ্যাক্ট সাব: অনুকুল রায়, বৈভব অরোরা, সুয়শ শর্মা, রহমানুল্লাহ গুরবাজ, আংক্রিশ রঘুবংশী