কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম (CAS) এর উপর একদিনের রাজ্যস্তরীয় সেমিনার শ্রীপৎ সিং কলেজে 

CAS Seminar

১১ মে ২০২৪, তারিখে ব্যারাকপুরের মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের সহযোগিতায় শ্রীপৎ সিং কলেজের অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ সেল দ্বারা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম (CAS) এর উপর একদিনের রাজ্যস্তরীয় সেমিনার অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানটি শ্রীপৎ সিং কলেজের রবীন্দ্র সভাগৃহে হয়। সাংগঠনিক সম্পাদক হিসাবে ড. সাগর সিমলান্ডি সহ শ্রীপৎ সিং কলেজের অধ্যক্ষ ড.কমল কৃষ্ণ সরকারের উপস্থিতিতে সম্মানিত সদস্যদের মধ্যে মোঃ ওবায়দুল্লাহ মণ্ডল, দর্শনের সহকারী অধ্যাপক, মহাদেবানন্দ মহাবিদ্যালয়, প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ড. আব্দুল কাদের আহমেদ, এবং ড.অমল মোদক, শিক্ষক সংসদের সম্পাদক উপস্থিত ছিলেন।



এদিন মূল বক্তব্য রাখেন ড. নিণ্টু মন্ডল, জে ডি পি আই, শিক্ষা অধিদপ্তর, বিকাশ ভবন, কলকাতা। সেমিনারের লক্ষ্য কলেজ অধ্যাপকদের জন্য কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান।