ICSE দশম শ্রেণীর রাজ্যে সম্ভাব্য নবম দিনহাটার অলিভার হতে চায় ব্যবসায়ী 

aliver
মা-বাবার সাথে অলিভার



ICSE দশম শ্রেণীর ফল প্রকাশ হয়েছে গত ছয়ই মে, রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলার দিনহাটাও পিছিয়ে নেই ।

দিনহাটা স্টেন্ট মেরি স্কুলের অলিভার সরকার রাজ্যে সম্ভাব্য নবম ও জেলায় সম্ভাব্য দ্বিতীয় স্থান অর্জন করল । দিনহাটা বোর্ডিং পাড়ায় বাড়ি অলিভারের বাবা পেশায় ব্যবসায়ী মা স্থানীয় বিদ্যালয়ের শিক্ষিকা । বাধা ধরা পড়াশুনা না করে অলিভারের প্রতিদিনের রুটিনে থাকত ক্রিকেট খেলা, বন্ধুদের সাথে আড্ডা ও সিনেমা দেখা । অলিভার ৯৮.২% নম্বর পায়, ওর পছন্দের বিষয় গণিত । তবে আগামীতে সে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসবে । তবে ভবিষ্যত পরিকল্পনা কি জিজ্ঞেস করলে অলিভার ব্যতিক্রমী উত্তর দেয় - সে বড় হয়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে চায় ।

পড়াশুনার পাশাপাশি প্রত্যেক দিন নিয়ম করে অলিভার গীতা পাঠ করতো, এবং সে বলে আপনি যে ধর্মেরই হন না কেন ধর্ম গ্রন্থ পড়া উচিত যা মানসিক শক্তি দেয় যা আমাদের এগিয়ে নিয়ে যায় ।

অলিভার আগামীর পরীক্ষার্থীদের বলে যে চাপ নিয়ে পড়াশুনা না করে পড়াটাকে আনন্দময় করে তোলো ।