উচ্চমাধ্যমিকে নজরকাড়া সাফল্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের, প্রথম ১০-এ ৫ কৃতি 

Ramkrishna mission

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় আবারো জয়জয়কার দক্ষিণ ২৪ পরগনায়। আর এবার দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রথম দশে জায়গা করে নিয়েছে পাঁচ পরীক্ষার্থী। এবং দক্ষিণ চব্বিশ পরগনার সরিষা রামকৃষ্ণ মিশন হাই স্কুলের এক ছাত্র। আর এবার দক্ষিণ ২৪ পরগনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ৭ জন পরীক্ষার্থী মেধা তালিকায়। 



উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এরুপ সাফল্যে খুশির হাওয়া জেলাজুড়ে। মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌম্যদীপ সাহা। ষষ্ট স্থানে নিলয় চ্যাটার্জি। অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায় ও অর্ক সাহা, নবম স্থান অধিকার করে। সরিষা রামকৃষ্ণ মিশন হাই স্কুল থেকে বিতান আহমেদ নবম স্থান অধিকার করেছে সোহম মুখার্জী ও শুভদীপ ঘোষ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে দশম স্থান অধিকার করেছে।



বুধবার প্রকাশিত হলো উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। এবছর উচ্চমাধ্যমিকে পাশের হার প্রায় ৯০ শতাংশ। পাশের হারে পূর্ব মেদিনীপুর প্রথম, দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা। প্রথম থেকে দশম স্থানে, মেধাতালিকায় জায়গা পেয়েছেন মোট জন ৫৮ পরীক্ষার্থী। উচ্চমাধ্যমিকে এবছর প্রথম হয়েছেন অভীক দাস, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র।



বিজ্ঞান বিভাগে পাশের হার সবচেয়ে বেশি। কমার্সে দ্বিতীয় পাশের হার। হিউম্যানিটিজ-এ পাশের হার তৃতীয় স্থানে। ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৮.৪৭%। ৯০ শতাংশ নম্বরের বেশি পেয়েছেন ১.২৩%। পরীক্ষা শেষ হওয়ার পরে ৬৯তম দিনে রেজাল্ট প্রকাশিত হয়েছে।



১৬ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা হয়। এবার ৬০টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় বসেন ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১ হাজার ৮৩৮। ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১২ শতাংশ বেশি। রাজ্যের কল্যাণমূলক প্রকল্পের জন্যই মেয়েদের সংখ্যা বেড়েছে বলে মত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।