স্ত্রী আছেন, অপর মহিলাকে সঙ্গে নিয়ে পালিয়ে বিয়ে তৃণমূলের ব্লক সভাপতির, অভিযোগ প্রথম স্ত্রীর
স্ত্রী থাকতেও অপর মহিলাকে সঙ্গে নিয়ে পালিয়ে বিয়ে করার অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি এর বিরুদ্ধে ঘটনায় থানার দ্বারস্থ প্রথম স্ত্রী
স্ত্রী থাকতেও ওপর একটি বিয়ে করার অভিযোগ উঠলো তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। ঘটনায় পুলিশের দ্বারস্থ আগের স্ত্রীর। জানা যায়, গত ২০১৮ সালের মার্চ মাসে শান্তিপুর ব্লক A এর বর্তমান ব্লক সভাপতি সুব্রত সরকারের সাথে বিয়ে হয় শান্তিপুর নিবাসী পিঙ্কি সরকারের। বিয়ের পর থেকেই সুব্রত সরকারের পরিবার তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করতে থাকে। এরপর তিনি গর্ভবতী হন। যদিও সরকার পরিবার পিঙ্কির ওপর টাকা দেওয়ার চাপ দিতে থাকে।
পরবর্তীতেতে একাধিক বার পিঙ্কির বাবা সুব্রত সরকার কে লক্ষাধিক টাকা দেয় বলে জানান পিঙ্কি সরকার। তবুও তার উপর নির্যাতন চালাতে থাকে সুব্রত সরকার এবং তার পরিবার। যদিও পরবর্তীতে এক কন্যা সন্তানের জন্ম দেন পিঙ্কি। পরবর্তীতে কন্যাসন্তান হওয়ার পর পিঙ্কির ওপর আসে আরও দুর্ব্যবহার। কেন কন্যা সন্তান হল তাই নিয়ে চলে মারধর। পরবর্তীতে বাপের বাড়ি চলে আসে পিঙ্কি। এরপর আবার ঝামেলা মিটলে সরকার পরিবারে ফিরে যায় সে। যদিও পরবর্তীতে আবার গর্ভবতী হলে বাচ্চা না নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু জোর করে বাচ্চা নিতে বাধ্য করেন সরকার পরিবার। যদিও পরবর্তীতেতে আবার কন্যা সন্তান হওয়ায় আবারও নির্যাতন শুরু হয় তার ওপর। পরবর্তীতে আবার বাপের বাড়ি চোখে আসে এবং বিবাহ বিচ্ছেদের মামলা করলে বর্তমানে সেটি আদালতে বিচারাধীন।
যদিও তার স্বামী সুব্রত সরকারের উপর একাধিক অভিযোগ আনেন পিঙ্কি। তিনি জানান একাধিক মহিলার সঙ্গে সুব্রত সরকারের সম্পর্ক। এবং শাসক দলের নেতা বলে বারবার তার উপর হুমকি আসে।পরবর্তীতে শান্তিপুরে একটি মহিলার সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পরে সুব্রত। পিঙ্কি সরকারের অভিযোগ সেই মহিলাকে সঙ্গে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন সুব্রত সরকার। এখন ফুটফুটে দুটো কন্যা সন্তানকে সাথে নিয়ে দিশেহারা সুব্রত সরকারের আগের পক্ষে স্ত্রী পিংকি সরকার যদিও এই ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পিংকি সরকার এবং শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন তিনি যদিও ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊