সর্বকালের রেকর্ড ভাঙলো দিল্লী, উষ্ণতার পারদ চড়লো চড়চড় করে
উষ্ণতার পারদে সর্বকালীন রেকর্ড ভাঙলো রাজধানী। মঙ্গলবার দিল্লীর তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি। বুধবার সেই তাপমাত্রা বেড়ে হল ৫২ ডিগ্রি। IMD এর রিপোর্ট অনুযায়ী বুধবার দুপুর আড়াইটা নাগাদ, দিল্লীর তাপমাত্রা ৫২.৩ ডিগ্রিতে পৌঁছেছিল। পরিসংখ্যান বলছে, গত ১০০ বছরে এমন ভয়াবহ তাপমাত্রার অভিজ্ঞতা হয়নি দিল্লির।
দিল্লিতে এই ভয়াবহ গরমে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রচুর পরিমাণে জল খেতে অনুরোধ করা হয়েছে। বাসস্ট্যান্ডগুলিতে পানীয় জল রাখতে অনুরোধ করা হয়েছে। অত্যাধিক গরমে যাতে কোনওভাবেই শরীরের ভারসাম্য নষ্ট না হয়, সাধারণ মানুষ অসুস্থ না হয়ে পড়ে, সেজন্য খেয়াল রাখতে অনুরোধ করা হয়েছে। সাধারণ মানুষকে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।
গ্লুকোজ, নুন চিনি জল খাওয়ার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি বাইরে বের হলে ছাতা, টুপি ব্যবহার করতেও অনুরোধ জানা হয়। শরীর অসুস্থ হলে দ্রুত চিকিৎসকেরও পরামর্শ নিতে বলা হয়েছে। যদিও তীব্র গরম থেকে দ্রুত রেহাই মিলতে পারে বৃষ্টির আভাস রয়েছে বলেও জানিয়েছিল আবহাওয়া দফতর।
0 মন্তব্যসমূহ
thanks