দুর্দান্ত কামব্যাক! ডু অর ডাই ম্যাচে চেন্নাইকে হারিয়ে প্লে অফে ব্যাঙ্গালোর
ডু অর ডাই। জাতির জনক মহাত্মা গান্ধীর সেই উক্তির সাথেই মিশে গিয়েছিল আজকের আইপিএল ম্যাচ। চিন্নস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আরসিবি ও সিএসকে। এই ম্যাচ থেকেই যে প্লে অফে যাওয়ার কথা একটি দলের। একদিকে যখন আরসিবির ম্যাচটা জেতা জরুরী তখন হেরে গেলেও নেট রানরেটে এগিয়ে থেকে প্লে অফে যাওয়ার রাস্তা খোলা ছিল সিএসকের। শেষমেষ জয় যেমন ছিনিয়ে নিল তেমনি সিএসকে-কে গণ্ডির মধ্যে আটকে ২৭ রানে হারিয়ে প্লে অফে গেলো আরসিবি।
এদিন প্রথমে ব্যাট করতে নামে কোহলির ৪৭, প্লেসি ৫৪, রজত ৪১, গ্রিন ৩৮, কার্তিক ১৪, ম্যাক্সওয়েল ১৬ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করে আরসিবি। সান্টনার ১টি, ঠাকুর ২টা ও তুষার ১টি উইকেট নেই। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১-এ থেমে যায় চেন্নাই। রাচিন রবীন্দ্র ৬১, রাহানের ৩৩, জাদেজার ৪২, ধোনি ২৫ উল্লেখযোগ্য অবদান রেখে টিমকে ১৯১ এ পৌঁছে দেয়।
এদিন ডু আর ডাই ম্যাচে সিএসকে হারলেও শেষ ৫ বলে ১১ রান করার দরকার ছিল তবেই প্লে অফে চেন্নাই। কিন্তু মারমুখী মেজাজে থাকা ধোনী ফেরেন প্যাভিলিয়নে। শার্দুল মাঠে নেমে এক রান করে স্ট্রাইক দেন জাদেজাকে যখন শেষ ২ বলে দরকার ১০। কিন্তু শেষমেষ দয়ালের দুই স্লোয়ার ডেলিভেরি ছুঁতে না পেরেই প্লে অফের টিকিট হাতছাড়া সিএসকের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊