রাতের অন্ধকারে CPIM-র দেওয়াল লিখন ও ব্যানারে প্রার্থীর ছবিতে কাঁদা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
রাতের অন্ধকারে সিপিআইএম পার্টির ব্যানার এবং দেওয়ালে কাঁদা দিয়ে প্রার্থীর মুখে কালিমা লিপ্ত করার অভিযোগ। জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকের বামনগাছি অঞ্চলের দলুয়াখাকী গ্ৰামে সিপিআইএম ব্যানারের প্রার্থী সৃজন ভট্টাচার্য মুখে কাদা দিয়ে মুখটি ছিন্ন বিচ্ছিন্ন করেছে এবং দলুয়াখাকী গ্রামে দেওয়ালে সিপিআইএম পার্টির প্রতিকের উপর কাঁদা দিয়ে মুছে দিয়েছে এমনি চিত্র ধরা পড়ল দলুয়াখাকী গ্ৰামে হালদার পাড়ায়।
গত ১৩ই নভেম্বর বামনগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি সাইফুদ্দিন লস্কর খুন হয়। সাইফুদ্দিন লস্করের স্মরণসভায় উপস্থিত হয়ে মরিশ্বরমতিলাল হাইস্কুলের মাঠে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার প্রকাশ্যে বলেছিলেন "আমার বন্ধু সাইফুদ্দিন লস্কর কে সিপিআইএম পার্টি খুন করেছে,"আমি এখান থেকে বলছি সিপিআইএম পার্টির পতাকা বামনগাছি অঞ্চলের এমনকি দলুয়াখাকী গ্ৰামে কোন জায়গায় সিপিআইএম পার্টির পতাকা লাগাতে দেবনা। তারই প্রমান কি হল দলুয়াখাকী গ্ৰামে হালদার পাড়ায় এবং দলুয়াখাকী ঢালী পাড়ায় সিপিআইএম পার্টির ব্যানারে ও সিপিআইএম পার্টির লেখা দেওয়ালে কাঁদা দিয়ে সিপিআইএম পার্টির প্রার্থীর মুখে নেপে দিয়েছে এমনই প্রশ্ন তুলছেন সিপিআইএম।
দলুয়াখাকী গ্ৰামে বামনগাছি অঞ্চলের মোড়ে সিপিআইএম পার্টির পথ সভায় উপস্থিত হয়েছিলেন ।সিপিআইএম পাটির প্রার্থী সৃজন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমাদের ব্যানারে এবং দেওয়ালে কাঁদা দিয়েছে তা আমাদের আরো বেশি উপকার হয়েছে। কারন মানুষ বুঝতে পারছে তৃণমুল কংগ্রেসের ভরাডুবি হওয়ার সময় এসেছে। যত আমাদের কাঁদা দিক না কেন মানুষ তাদের ভুল বুঝতে পারছে। তিনি দাবি করেন যারা মানুষের পাশে সুখ দুঃখের সময় থাকবে তাদেরকে মানুষ ভোট দেবেন। তিনি দাবি করেন সিপিআইএম পার্টি সদাসর্বদা মানুষের পাশে থাকে এবং থাকবে। তিনি সিপিআইএম পার্টিকে সমর্থন করার জন্য অনুরোধ করেন।
0 মন্তব্যসমূহ
thanks