দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রইসির হেলিকপ্টার
দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রইসির হেলিকপ্টার। তিনটি হেলিকপ্টারের কনভয়ের একটিতে যাচ্ছিলেন প্রেসিডেন্ট। সেটি দুর্ঘটনার মুখে পড়েছে। এমনই খবর ইরান রাষ্ট্রপোষিত টিভির। যদিও বিস্তারিত কিছু জানাতে পারেনি ওই সংবাদ মাধ্যম। ইরানের পূর্ব আজেরবাইজান প্রদেশ থেকে তিনি যাচ্ছিলেন।
সংশ্লিষ্ট স্টেট টিভির খবর, ইরানের রাজধানী তেহরান থেকে ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত জোলফার (আজেরবাইজানের সীমান্তবর্তী শহর) কাছে দুর্ঘটনাটি ঘটে। ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমিরাবদোল্লাইয়া ও আয়াতুল্লা মহম্মদ আলি অল হাশিম ইরানের প্রেসিডেন্ট সঙ্গে একই হেলিকপ্টারেই ছিলেন। অপর একটি হেলিকপ্টারে ছিলেন সেদেশের বিদ্যুৎমন্ত্রী আলি আকবর মেহেরবান এবং আবাসন ও পরিবহনমন্ত্রী মেহেরদাদ বাজরপাশ।
৬৩ বছর বয়সি রইসি একজন কট্টরপন্থী। দেশের বিচার বিভাগের নেতৃত্ব দিতেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একজন ঘনিষ্ট হিসেবে দেখা হয়। কিছু বিশ্লেষকের মত, তিনি ৮৫ বছর বয়সী নেতার মৃত্যুর পরে বা পদ থেকে ইস্তফার পরে তাঁর জায়গা নিতে পারেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊