দিদির শপথ, তৃণমূলের ইস্তেহারে চমক




১৯ই এপ্রিল রাজ্যে প্রথম দফাতেই লোকসভা নির্বাচন। তার আগে আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে ইস্তেহার প্রকাশ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, বিদায়ী সাংসদ ডেরেক ও'ব্রায়েন সহ অন্যান্যরা। এদিনের এই ইস্তেহারকে 'দিদির শপথ' বলেই অভিহিত করা হয়েছে। প্রতিশ্রুতির পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে তুলধোনা করল তৃণমূল।




কবিতার ছন্দে তৃণমূলের ইস্তেহারে বড় চমক। 'দিদির শপথ' নামে ইস্তেহারে ১০টি প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। এদিনের এই ইস্তেহারে কৃষক থেকে ছাত্র, গ্যাস থেকে রেশন একাধিক বিষয় নিয়ে ১০টি প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। 



অমিত মিত্র জানান, ‘বাংলা ও দেশের স্বার্থ বিরোধী অপশাসনকে দমন করতেই এই ইস্তেহার। বিরোধীদের কন্ঠরোধ করছে কেন্দ্রীয় সরকার।’ কেন্দ্রের মোদি গ্যারান্টির পালটা দেশবাসীকে ‘দিদির ১০ শপথে’র অঙ্গীকার করছে তৃণমূল (TMC)। দিদির সেই ১০ শপথে সমাজের প্রায় সব শ্রেণির মানুষের দিকে নজর দেওয়া হয়েছে।


ইস্তেহারে উল্লেখিত প্রতিশ্রুতি গুলি হল: 




দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত করে পাকাবাড়ি দেওয়ার প্রতিশ্রুতি।

জবকার্ড হোল্ডারদের ১০০ দিনের গ্যারান্টি যুক্ত কাজ। পাশাপাশি দেশের সর্বত্র শ্রমিকদের বর্ধিত ন্যূনতম মজুরি হবে দৈনিক ৪০০ টাকা।

দারিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলিকে বছরে ১০টি করে রান্নার গ্যাস বিনামূল্যে।

প্রতি মাসে রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে ৫ কেজি রেশন দেওয়া হবে। প্রতিশ্রুতি দুয়ারে রেশনের।

বাধর্ক্য ভাতা বৃদ্ধি ও প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে অন্যান্য অনগ্রসর শ্রেণি, তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে।

পেট্রোল, ডিজেল এবং LPG সিলিন্ডারের দাম সাশ্রয়ী করা। প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা।

২৫ বছর পর্যন্ত সব স্নাতক এবং ডিপ্লোমা হোল্ডারকে দক্ষতা এবং কর্মসংস্থান বাড়াতে এক বছরের শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে। অর্থনৈতিক ভাবে নিজেদের সহায়তা করার জন্য মাসিক বৃত্তি প্রদান করা হবে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হবে।


CAA বাতিল, NRC বন্ধ, হবে না UCC-ও।

ভারতীয় কৃষকদের জন্য ন্যূনতম সহায়কমূল্য প্রদানের আইনগত গ্যারান্টি।