হেড-ক্লাসেনের দুরন্ত ব্যাটিং, SRH-র কাছে ফের হার RCB-র

SRH vs RCB


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2024) একের পর এক ম্যাচে রেকর্ড গড়ছে সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজেদের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড করে হায়দ্রাবাদ। জিতেও নেয় ম্যাচ। এদিন আইপিএলের দলগত সর্বোচ্চ রানের নিজেদের রেকর্ড ভেঙে ফেলে হায়দ্রাবাদ।



প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ টি উইকেট হারিয়ে ২৮৭ রান‌ তুলেছিল হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে সম্পূর্ণ কুড়ি ওভারে ৭টি উইকেট হারিয়ে ২৬২ রান তোলে আরসিবি। ২৫ রানে জয় ছিনিয়ে নেয় হায়দ্রাবাদ।



এদিন হায়দ্রাবাদের হয়ে ৪১ বলে দুরন্ত সেঞ্চুরি হাঁকান হেড। ৩১ বলে ৬৭ রানের ইনিংস খেলেন ক্লাসেন। আবদুল সামাদ অপরাজিত ৩৭, অভিষেক শর্মার ৩৪ ও মারক্রামের ৩৪ বলের ইনিংস ২৮৭ তে পৌঁছে দেয় হায়দ্রাবাদকে। আরসিবির হয়ে ফার্গুসন ২টি ও টপলে ১টই উইকেট নেয়।



জবাবে ব্যাট করতে নেমে কোহলি ৪২, ডুপ্লেসি ৬২, কার্তিকের ৮৩ রানের লড়াই ব্যর্থ হয়ে যায়। হায়দ্রাবাদের হয়ে কামিন্স ৩টি, মারকান্ডে ২টি ও নটরজন ১টই উইকেট নেয়।