মমতার সভায় বিশেষ আকর্ষন শরিফুলের সাজ

মমতার সভায় বিশেষ আকর্ষন শরিফুলের সাজ


শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরে তৃণমুল কংগ্রেস দলের লোকসভা নির্বাচনের প্রার্থী ডাঃ নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জনসভা করেন তৃণমুল কংগ্রেস সুপ্রীম মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুর থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রাম গঞ্জ থেকে দলীয় কর্মী ও সমর্থকদের ভিড় জমে সভা স্থল এ বি পি সি ময়দানে।

এদিনের এই সভায় উপস্থিত অন্যান্য তৃণমুল নেতৃত্ব কর্মী ও সমর্থকদের মধ্যে অন্যতম আকর্ষনের কেন্দ্র বিন্দু হয়ে ওঠে ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারি গ্রাম থেকে জনসভায় যোগ দেওয়া শরিফুল ইসলামের সাজসজ্জা।

এই প্রসঙ্গে দলের একনিষ্ঠ সমর্থক শরিফুল বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তাই আজকের জলপাইগুড়ি জনসভায় সবার সঙ্গে উপস্থিত হয়েছি।

নিজের বিশেষ সাজসজ্জা প্রসঙ্গে শরিফুল ইসলাম বলেন, নিজের পয়সায় এই পোশাক তৈরি করিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে যে স্থানে যাবেন আমিও যাবো সেই সমাবেশে।