Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপিতে সায়নী ঘোষ? চাঞ্চল্যকর দাবি সৃজনের

বিজেপিতে সায়নী ঘোষ? চাঞ্চল্যকর দাবি সৃজনের 

Sayani and Srijan



সায়নী ঘোষ যে কোনদিন বিজেপিতে যাওয়ার জন্য ভেতরে ভেতরে লাইন দিচ্ছে দাবি সৃজনের।



সোনারপুরে প্রচারে বেরিয়ে সায়নী ঘোষকে তোপ সৃজনের। বিজেপির বাড় বাড়ন্ত সিপিএমের জন্য। সোনারপুরে প্রচারে বেরিয়ে সিপিএমকে শুক্রবার বিকেলে তোপ যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের। শনিবার সকালে রাজপুর সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে তৃণমূলকে পাল্টা তোপ যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যর।



সৃজনের বক্তব্য অর্জুন সিং, মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী, বাবুল সুপ্রিয় এদের দেখলেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। বিজেপির যে কেউ যে কোনদিন তৃণমূলে চলে আসতে পারে। দুই দলকে কটাক্ষ করে তার বক্তব্য গোডাউন একটাই কিন্তু শোরুম দুটো আলাদা।



দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ৩২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা পরিক্রমা করেন তিনি। প্রচারে বেরিয়ে ৩২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বরুন সরকারের সঙ্গে ও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।



উল্লেখ্য, এই প্রথমবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৃজন ভট্টাচার্য। এর আগে বিধানসভা নির্বাচনে সিঙ্গুর থেকে তিনি লড়লেও, জয়ী হননি। যাদবপুরে এই মুহূর্তে সৃজন বনাম সায়নী আবহ। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশই তাই চড়ছে পারদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code