Mamata Banerjee: বড় খবর, হেলিকপ্টারে চড়তে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হেলিকপ্টারে চড়তে গিয়ে বিপত্তি, হোঁচট খেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আসানসোলে শত্রুঘ্ন সিনহার সমর্থনে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই জনসভায় যোগ দিতে যাওয়ার সময় হেলিকপ্টারে চড়তে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, আপাতত সুস্থ আছেন তিনি। ইতিমধ্যেই কুলটির সভায় পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের দিকে এগিয়ে যান মমতা। সিঁড়ি ধরে উঠছিলেন। ধীরে ধীরে হেঁটে ভিতরে প্রবেশও করেন। কিন্তু আসনের সামনে পৌঁছেই অল্প হোঁচট খান। তার পরে আসনের সামনেই পড়ে যান মমতা।
আজ আসানসোল ও কুলটিতে দুটি নির্বাচনী জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে নির্বাচনী জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।কুলটি বিধানসভার নিয়ামতপুর কিশোর সংঘ ময়দানে এরপর ওইদিনই আসানসোলের উষাগ্রাম বয়েস স্কুল মাঠে দিত্বীয় নির্বাচনী জনসভা করবেন বলে খবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊