Latest News

6/recent/ticker-posts

Ad Code

local market Broiler Chiken price: হঠাৎ আকাশ ছোঁয়া ব্রয়লার মুরগির দাম

local market Broiler Chiken price:  হঠাৎ  আকাশ  ছোঁয়া ব্রয়লার মুরগির দাম 

local market Broiler Chiken price:


ব্রয়লার মুরগি বর্তমানে যেমন সহজলভ্য তেমনি জনপ্রিয়। অথচ হঠাৎ আকাশ ছোঁয়া হয়ে উঠেছে ব্রয়লার মুরগির (Broiler Chiken) দাম ।

কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা দাম বেড়েছে ব্রয়লার মুরগির (Broiler Chiken) কাটা মাংসে। কিন্তু কেন এমন বৃদ্ধি? এর পেছনে কি কারন রয়েছে?

বিক্রেতাদের বক্তব্য হঠাৎ মুরগির (Broiler Chiken) ক্রাইসিস দেখা দেয়ার কারণে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। । যদিও জলপাইগুড়ি শহর ছেড়ে গ্রাম অঞ্চলের এলাকাগুলোতে ব্রয়লার মুরগির দাম সাধারণ বাজারের তুলনায় 30 থেকে 40 টাকা কম দামে বিক্রি হচ্ছে। আর জলপাইগুড়ি শহরের দিনবাজার ,স্টেশন বাজার,বয়েল খানা বাজার সহ ইত্যাদি জায়গায় ব্রয়লার মুরগি (Broiler Chiken) বিক্রি হচ্ছে 240টাকা দরে।

একই অবস্থা কোচবিহারের গ্রামাঞ্চলের বাজার গুলিতেও। এখানে ২৬০ টাকা ২৫০ টাকা কেজি দরে ব্রয়লার মুরগির (Broiler Chiken) মাংস বিক্রি হচ্ছে।

তবে ব্রয়লার মুরগির (Broiler Chiken) দাম বাড়ার জন্য মাংসের বিক্রি কমেনি বলে বিক্রেতারা বলেন। হঠাৎ করে ব্রয়লার মুরগির দাম বাড়ার জন্য ক্রেতারা অসুবিধার সম্মুখীন । তবে দামে পতন কবে হবে তা এই মূহুর্তে বলতে পারছে না কেউই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code