আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে নবীন বরণ
বীরভূম, দুবরাজপুর:
সুরম্য পরিবেশ রচনা ক'রেই পথ চলা শুরু করলো দুবরাজপুরের আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুল। ফুলচন্দনে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা পরস্পরকে বরণ করলেন। চকোলেট দিয়ে মিষ্টিমুখের আয়োজনও ছিলো। শিক্ষাজগতে পরস্পরের হৃদ্যতা অবশ্যই জরুরি। এই অনুষ্ঠানে তারই স্বীকৃতি। দুবরাজপুর পাওয়ার হাউস মোড় সংলগ্ন ইংরাজি মাধ্যম আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকারা এদিন সকালে পুষ্প বৃষ্টি করে এবং কপালে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেন। শুধু তাই নয়, স্কুলের ছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদেরও বরণ করে নেন। সেসনের প্রথম দিনে প্রতিটি ক্লাসে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের ভবিষ্যত জীবনে কী কী করণীয় সে বিষয়ে শিক্ষা দেন। আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সৈয়দ নাসা জানান, আমরা ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য এরকম আয়োজন করেছি। তবে লক ডাউনের পর থেকে স্কুলের অবস্থা একটু খারাপ ছিল। কারন সে সময় স্কুলের কর্ণধার মুস্তাক খানের অকাল প্রয়াণ ঘটে। তারপর থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্টাফদের ঐকান্তিক প্রচেষ্টায় আবারও স্কুল স্বমহিমায় চলছে। বর্তমানে এই স্কুলে দুই শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। এখানে পঠন পাঠন খুব যত্ন সহকারে করানো হয়। আশা করছি আগামী দিনে ছাত্রছাত্রী সংখ্যা বাড়বে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊