Latest News

6/recent/ticker-posts

Ad Code

BHO Recruitment 2024: ব্লক হর্টিকালচার হিসেবে চাকরি করতে চান? জানুন বিস্তারিত

BHO Recruitment 2024: ব্লক হর্টিকালচার হিসেবে চাকরি করতে চান? জানুন বিস্তারিত 


RBI JOB



বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) বিএইচও নিয়োগ 2024। যে প্রার্থীরা কৃষি বিভাগের অধীনে হর্টিকালচার ডিরেক্টরেটের অধীনে এই বিপিএসসি ব্লক হর্টিকালচার অফিসার জন্য আগ্রহ তারা নিয়োগের জন্য 01 মার্চ 2024 থেকে 22 মার্চ 2024 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের যোগ্যতা, পোস্টের তথ্য, নির্বাচন পদ্ধতি, বয়স সীমা, বেতন স্কেল এবং অন্যান্য সমস্ত তথ্যের জন্য বিজ্ঞপ্তি পড়ুন।


BPSC Block Horticulture Officer BHO এর জন্য বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে পুরুষের জন্য ২১ থেকে ৩৭ বছর এবং মহিলাদের জন্য ২১ থেকে ৪০ বছর হলে তবেই করা যাবে আবেদন। সাধারণ, ওবিসি ও বাইরের রাজ্যের প্রার্থীদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা, এসসি, এসটি ও শারিরীক ভাবে অক্ষম দের জন্য আবেদন ফি ২০০ টাকা এবং বিহারের যেকোনো জাতির মহিলার জন্য আবেদন ফি ২০০ টাকা। 



মোট শূন্যপদ ৩১৮টি। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে বিজ্ঞানে স্নাতক হতে হবে। হর্টিকালচার বা এগ্রিকালচার বিজ্ঞানে স্নাতক হলেই করা যাবে আবেদন। আবেদন করতে হলে প্রার্থীকে https://onlinebpsc.bihar.gov.in/main/home এ যেতে হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code