সাধারণত চৈত্র মাসের শুক্ল পক্ষের বাসন্তী পূজা হল বাঙালির আদি দুর্গাপুজো। কিন্তু আমরা বর্তমানে আশ্বিন মাসের শুক্লপক্ষে দূর্গা পুজো বেশি ধুমধাম ভাবে পালন করে থাকি। যতই আমরা আশ্বিন মাসে দুর্গাপূজা করি না কেন বাঙালির আদি দুর্গাপূজার কিন্তু হত চৈত্র মাসে।
বাসন্তী পূজা আদি দুর্গাপূজা হলেও আশ্বিন মাসে আবার দুর্গোৎসব পালন করা হয়। যেটা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হিসেবে পরিচিত। সমস্ত রীতি নীতি নিয়ম কানুন সবকিছুই দুর্গাপূজার মতোই পালন করা হয়। কেননা এটাই হল বাঙ্গালীদের আদি দুর্গাপূজা। যেটা পরবর্তীতে আশ্বিন মাসের মহা পঞ্চমী থেকে দশমী পর্যন্ত শারদীয়ার দুর্গাপূজার হিসেবে পালন করা হয়।
এবছর বাসন্তিকা মা দুর্গার আগমন গজে, যার ফল শস্যপূর্ণা বসুন্ধরা, কিন্তু গমন দোলায়, যার অর্থ মড়ক।
বাসন্তী দুর্গাপূজার সময় নির্ঘন্ট
বাসন্তী পূজা মহা ষষ্ঠী
১৪ এপ্রিল ২০২৪
রবিবার
৩ টা ৪৫ মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত।
বাসন্তী পূজা মহা সপ্তমী
১৫ এপ্রিল ২০২৪
সোমবার
৩ টা ৫০ মিনিট ৪৯ সেকেন্ড পর্যন্ত।
বাসন্তী পূজা মহা অষ্টমী
১৬ এপ্রিল ২০২৪
মঙ্গলবার
বিকাল ৪ টা ২৭ মিনিট ১৩ সেকেন্ড পর্যন্ত।
বিকাল ৪ টা ৩ মিনিট ১৩ সেকেন্ড থেকে ৪ টা ৫১ মিনিট ১৩ সেকেন্ড পর্যন্ত সন্ধিপূজা। ৪ টা ২৭ মিনিট ১৩ সেকেন্ড গতে বলিদান।
বাসন্তী পূজা মহা নবমী
১৭ এপ্রিল ২০২৪
বুধবার
সন্ধ্যা ৫ টা ৩৩ মিনিট ৪৪ সেকেন্ড পর্যন্ত।
বাসন্তী পূজা বিজয়া দশমী
১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার
রাত্রি ৭ টা ৪ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊