দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এলো বর্ধমানে

Central force


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

লোকসভা নির্বাচনে প্রাক্কালে জেলায় জেলায় পাঠানো হলো কেন্দ্রীয় বাহিনী।যদিও এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনে কোন দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তারই মধ্যে জেলায় জেলায় এসে পৌঁছল এই আধা সামরিক বাহিনী। সে মতো শুক্রবার রাতে বর্ধমানে এসে পৌঁছলো দুই কোম্পানির কেন্দ্রীয় বাহিনী।এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনীকে রাখা হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ছাত্রাবাসে।অপর এক কোম্পানি কে পাঠানো হলো বর্ধমান জেলার কাটোয়া পথেরসাথীতে। 



জেলা ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট সূত্রে খবর আগামীকাল সকাল থেকে বর্ধমান শহরে বিভিন্ন প্রান্তে টহলদারি চালাবে এই কেন্দ্রীয় বাহিনী।




রাজ্যের লোকসভা, বিধানসভা,এমনকি গ্রাম পঞ্চায়েত নির্বাচনেও রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। বাদ যায়নি পূর্ব বর্ধমান জেলাও।সাম্প্রতিক রাজ্যের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমান জেলার। বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষ প্রকাশে এসেছে। রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানির ও ঘটনা ঘটেছে এই জেলায়। আগামী লোকসভা নির্বাচনে যাতে এই ধরনের কোন সংঘর্ষণ না ঘটে, সেই কারণে রাজ্যের জেলায় জেলায় মোতায়ন করা হচ্ছে আধা সামরিক বাহিনী। 



ভোটারদের ভয়ভীতি কাটাতে আগামীকাল সকাল থেকেই জেলার প্রতিটি কোনায় কোনায় টহল চালাবে এই আধা সামরিক বাহিনী এমনটাই খবর।