মেগা জনসভা থেকে লোকসভার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল

Mamata Banerjee


মেগা জনসভা থেকে লোকসভার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে রাজ্য শাসকদল তৃণমূল কংগ্রেস। আজ ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের লোকসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে এমনটাই খবর।



ব্রিগেডের জনগর্জন সমাবেশে মোট ৩টি মঞ্চ। মূল মঞ্চের পাশে থাকছে আরও ২টি মঞ্চ। মূল মঞ্চের সঙ্গে তৈরি হয়েছে ৩২০ ফুট লম্বা র‍্যাম্প। এর ডান ও বাঁ দিকে আরও দু-টি ছোট র‍্যাম্প থাকছে। 



ব্রিগেডের জনগর্জন সভা থেকেই তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ হবে এমনটাই খবর। রাজ্যের মোট ৪২টি আসনেরই প্রার্থীতালিকা প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন আসনে তৃণমূলের কোন প্রার্থী? ঘোষণা করবেন তৃণমূল নেত্রী, খবর সূত্রের। প্রথমবার ব্রিগেডের সভা থেকে প্রার্থী ঘোষণা তৃণমূলের। 



সূত্রের খবর, প্রদেশ, মেঘালয় ও অসমের মোট চার প্রার্থীর নামও এ দিন ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর প্রদেশ ও মেঘালয় থেকে ১ জন করে এবং অসম থেকে ২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে।