Rohit Sharma Retirement: কবে নিচ্ছেন অবসর? মুখ খুললেন রোহিত

Rohit Sharma



বয়স ৩৭ ছুঁই ছুঁই, তারপরেও ভারতীয় ক্রিকেট দলে স্বমহিমায় নিজেকে ফুটিয়ে তুলছেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ব্যাট হাতে একাধিক শতরান হাঁকান। শেষ টেস্টেও তাঁর ব্যাট থেকে আসে শতরানের ইনিংস। ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজ জয় করেছে রোহিতের ভারত। আর তারপরেই অবসর নিয়ে মুখ খুললেন হিটম্যান।



অবসর নিয়ে রোহিত জানালেন যেদিন মনে হবে নিজের সেরাটা দিতে পারছেন না সেদিন অবসর নেবেন। এদিন তিনি বলেন, 'যেদিনকে সকালে উঠে আমার মনে হবে যে আমি আর নিজের সেরাটা দিতে পারছি না, সেইদিনই সঙ্গে সঙ্গে আমি অবসর নিয়ে নেব। তবে বিগত কয়েক বছর ধরে আমি নিজের সেরা ক্রিকেটটা খেলছি।'



রোহিতের প্রশংসায় ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও পঞ্চমুখ। তিনি বলেন, 'রোহিত শর্মা এই সিরিজ়ে দুরন্ত পারফর্ম করেছে। রাজকোটে যখন আমরা প্রথম ঘণ্টাতেই তিন উইকেট হারিয়ে ফেলেছিলাম তখন আমাদের হয়ে কারুর ওই শতরান হাঁকানোটা জরুরি ছিল। রাঁচিতেও ও দুর্দান্ত এক ইনিংস খেলে।'