Loksabha Election 2024: মেগা জনসভা থেকে লোকসভার প্রার্থী তালিকা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
মেগা জনসভা থেকে লোকসভার প্রার্থী তালিকা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের । আজ ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করলো তৃণমূল। যা প্রথমবার। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৪২ জন প্রার্থীর নাম ঘোষনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রার্থী তালিকা:
কোচবিহার: জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া
আলিপুরদুয়ার: প্রকাশ চিক বরাই
জলপাইগুড়ি: নির্মলচন্দ্র রায়
দার্জিলিং: গোপাল লামা
রায়গঞ্জ: কৃষ্ণ কল্যানী
বালুরঘাট: বিপ্লব মৈত্র
মালদা উত্তর: প্রসুন ব্যানার্জী
মালদা দক্ষিন: শাহনাওয়াজ আলি রহমান
জঙ্গিপুর: খলিলুর রহমান
বহরমপুর: ইউসুফ পাঠান
মুর্শিদাবাদ: আবু তাহের
কৃষ্ণনগর: মহুয়া মৈত্র
রানাঘাট: মুকুট মণি অধিকারী
বনগাঁ: বিশ্বজিৎ দাস
ব্যারাকপুর: পার্থ ভৌমিক
বারাসাত: ড. কাকলি ঘোষ দস্তিদার
বসিরহাট: হাজি নুরুল ইসলাম
জয়নগর: প্রতিমা মণ্ডল
মথুরাপুর: বাপি হালদার
ডায়মন্ডহারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়
যাদবপুর: সায়নী ঘোষ
কলকাতা দক্ষিন: মালা রায়
কলকাতা উত্তর: সুদীপ বন্দ্যোপাধ্যায়
হাওড়া: প্রসুন বন্দোপাধ্যায়
দমদম: সৌগত রায়
উলুবেড়িয়া: সাজদা আহমেদ
শ্রীরামপুর: কল্যান বন্দ্যোপাধ্যায়
হুগলি: রচনা বন্দোপাধ্যায়
আরামবাগ: মিতালী বাগ
তমলুক: দেবাংশু ভট্টাচার্য
কাঁথি: উত্তম বারিক
ঘাটাল: দীপক অধিকারী দেব
ঝাড়গ্রাম: কালীপদ সরেন
মেদিনীপুর: জুন মালিয়া
পুরুলিয়া: শান্তিরাম মাহাত
বাঁকুড়া: অরুপ চক্রবর্তী
বর্ধমান পূর্ব: শর্মিলা সরকার
বর্ধমান দূর্গাপুর: কীর্তি আজাদ
আসানসোল: শত্রঘ্ন সিনহা
বীরভূম: শতাব্দী রায়
বিষ্ণুপুর: সুজাতা মণ্ডল খাঁ
বোলপুর: অসিত মাল
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊