মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিলো নর্থ বেঙ্গল পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
গতকাল নর্থ বেঙ্গল পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি জেলার বিদ্যালয় ম্যানেজিং কমিটির অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা কোলকাতায় একটি মিছিল সমাবেশের মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রী মহাশায়াকে একটি ডেপুটেশন প্রদান করলেন। তারা সুবোধ মল্লিক স্কোয়ার পার্ক থেকে মিছিলটি শুরু করেন এবং ধর্মতলায় রনি রাসমণিতে দীর্ঘ সময় অবস্থান করার পর মাননীয়া মুখ্যমন্ত্রীকে একটি ডেপুটেশন প্রদান করেন। তিনটি দাবি নিয়ে তারা গতকাল কলকাতায় রাজপথে নেমেছিলেন:
1) বিদ্যালয় ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত এবং স্কুল ফান্ড দ্বারা পরিচালিত রাজ্যের সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের অস্থায়ী Part-Time Teacher-দের স্কুল ফান্ডের পরিবর্তে সরকারকে সরাসরি বেতন প্রদান করতে হবে ।
2) বিদ্যালয় ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত এবং স্কুল ফান্ড দ্বারা পরিচালিত রাজ্যের সমস্ত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের অস্থায়ী Part-Time Teacher-দের (By School Engagement/Managing Committee Engagement) ৬০ বছর বয়স পর্যন্ত কাজের স্বীকৃতি প্রদান করতে হবে।
3) এই বিষয়ে CMO Grievance Redressal Cell-এর উদ্যোগে বিকাশ ভবনে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে তৈরী হওয়া e-file দ্রুত কার্যকর করার ব্যাবস্থা গ্রহণ করা হোক। অথবা, মার্চ মাসের মধ্যেই রাজ্যের সমস্ত Govt., Govt. Aided ও Govt. Sponsored বিদ্যালয় থেকে সমস্ত ধরনের Part-Time Teacher, Contractual Part-Time Teacher, DI Approved Part-Time Teacher এবং Guest Teacher-দের বহিষ্কার করার বিজ্ঞপ্তি জারি করার অনুরোধ জানাচ্ছি এবং ভবিষ্যতে এই ধরনের কোনো শিক্ষক রাজ্যের কোনো বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বা সরকার দ্বারা আর নিযুক্ত না করা হয়।
এবিষয়ে সংগঠনের রাজ্য সভাপতি সুশান্ত সরকার জানান, “কলেজের অতিথি অধ্যাপক (SACT), ICT Computer Teacher এবং Vocational Teacher, Govt. School-এ Guest Teacher, DI Approved Part-Time Teacher, Contractual Part-Time Teacher-রা যদি সরকার থেকে বেতন পেতে পারেন এবং সাঁওতালি, রাজবংশী ও উর্দু মিডিয়াম বিদ্যালয়ে সরকার নতুন করে পার্ট টাইম শিক্ষক ও প্যারা টিচার নিয়োগের কথা ঘোষণা করতে পারেন, তাহলে বর্তমান সরকারের আমলে 2012 সালের পর থেকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত এবং স্কুল ফান্ড দ্বারা পরিচালিত রাজ্যের অস্থায়ী Part-Time Teachers-রা কেন সরকার থেকে বেতন পাবেন না? তাই সরকার যাতে অবিলম্বে আমাদের আর্থিক দায়িত্ব গ্রহণ করেন সেই দাবি আমরা কলকাতার রাজপথে মিছিল ও সমাবেশের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। আশা করি এবিষয়ে উনি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন।”
সংগঠনের দক্ষিণ বঙ্গের সহ-সম্পাদক তারকনাথ জানা জানান, আমরা ম্যানেজিং কমিটির পার্টটাইম শিক্ষকরা বিদ্যালয়গুলিতে পাঠদান পরিষেবা প্রদান করার সঙ্গে সঙ্গে অনেকই ভোটের ডিউটি করে থাকি এবং অনেকে উচ্চ মাধ্যমিক কাউন্সিলের ফাইনাল পরীক্ষার খাতা দেখে থাকেন। তাই স্কুল ফান্ডের পরিবর্তে সরকারকে আমাদের আর্থিক দায়িত্ব সরাসরি গ্রহণ করতে হবে। আর এই দাবি যদি অবিলম্বে না মানা হয়, তবে এই মার্চ মাসের মধ্যেই রাজ্যের সমস্ত Govt., Govt. Aided ও Govt. Sponsored বিদ্যালয় থেকে সমস্ত ধরনের Part-Time Teacher, Contractual Part-Time Teacher, DI Approved Part-Time Teacher এবং Guest Teacher-দের বিদ্যালয় থেকে বহিষ্কার করার বিজ্ঞপ্তি সরকারকে জারি করতে হবে।”
সংগঠনের রাজ্য সহ সভাপতি সুমিত ব্যানার্জি জানান, “কলেজের অতিথি অধ্যাপক(SACT), ভোকেশনাল টিচার এবং ICT কম্পিউটার টিচারদের মতোই যাতে সরকার বিদ্যালয় ম্যানেজিং কমিটির অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদেরও আর্থিক দায়ভার গ্রহণ করে স্কুল ফান্ডের পরিবর্তে সরকার সরাসরি আমাদের বেতন প্রদনের ব্যাবস্থা গ্রহন করে এবং ৬০ বছর পর্যন্ত কাজের স্বীকৃতি প্রদান করা হয়, সেই আবেদন জানিয়ে আজ আমরা একটি মিছিলের মাধ্যমে কলকাতা ধর্মতলায় রানী রাসমণিতে মুখ্যমন্ত্রী মহাশয়াকে একটি ডেপুটেশন প্রদান করেছি।”
সংগঠনের সহ সম্পাদক আশরাফুল মন্ডল জানান, “বিহার ও সিকিম সরকারের মতই পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদেরও সরকারকে অবিলম্বে আর্থিক দায়িত্ব গ্রহণ করে ৬০ বছর পর্যন্ত কাজে স্বীকৃতি জানাতে হবে”।
সংগঠনের রাজ্য সম্পাদক শুভ্রা ঘোষ জানান, “DI, Commissioner (School Education Directorate), Secretary (School Education Department), Principal Secretary (School Education Department), Deputy Secretary (School Education Department), Joint Secretary (School Education Department), President (WBCHSE) থেকে শুরু করে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর OSD-র মাধ্যমে শিক্ষামন্ত্রীর নিকট, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী, "নব জোয়ার কর্মসূচি"তে এবং কালীঘাটে আলিপুর সেন্ট্রাল জেল চত্বরে ও জনতার দরবারে এবং উত্তরকন্যাতে মাননীয়া মুখ্যমন্ত্রীকে বারবার স্বারকলিপি ও লিখিত আবেদন জানানোর পরও বিদ্যালয় ম্যানেজিং কমিটির অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের সরকার আর্থিক দায়িত্ব গ্রহন না করায়, আজ আমরা বাধ্য হয়ে কলকাতায় মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে পুনরায় মাননীযয়া মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা ডেপুটেশন প্রদান করলাম”।
সংগঠনের রাজ্য নেতৃত্ব সুপ্রিয় বন্ধু জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর প্রচুর মাধ্যমিক বিদ্যালয়গুলিকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করেন। কিন্তু সেই বিদ্যালয়গুলিতে SSC-র মাধ্যমে শিক্ষক নিয়োগ না হওয়ায়, আমাদের মত বিদ্যালয় ম্যানেজিং কমিটির অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের দ্বারাই দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলগুলো পরিচালিত হচ্ছে। তাই স্কুল ফান্ডের পরিবর্তে অবিলম্বে সরকারকে আমাদের আর্থিক দায়িত্ব গ্রহণ করতে হবে”।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊