Breaking News: লোকসভা নির্বাচনের আগেই পদত্যাগ জাতীয় নির্বাচন কমিশনারের
লোকসভা নির্বাচনের আগেই পদত্যাগ জাতীয় নির্বাচন কমিশনারের। এই খবরে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। সূত্রের খবর কয়েকদিনের মধ্যেই ঘোষিত হত লোকসভা নির্বাচনের নির্ঘন্ট আর ঠিক তার আগে জাতীয় নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করলেন জাতীয় নির্বাচন কমিশনার অরুণ গোয়েল (Election Commissioner Arun Goel)।
জানা যাচ্ছে ইতিমধ্যে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন করুন গোয়েল। সূত্রের খবর, পদত্যাগ পত্র গ্রহন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।কী কারণে পদত্যাগ এখনও পর্যন্ত জানা যায়নি। ভোট ঘোষণার আগে আচমকা পদত্যাগে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। কমিশনারের পদত্যাগের ফলে নির্বাচন পিছোতে পারে বলে মনে করছে অনেকেই।
উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশনে একজন কমিশনারের পদ আগেই শূন্য ছিল। গোয়েলের পদত্যাগে শূন্যপদের সংখ্যা বেড়ে হল দুই। বর্তমান কেবলমাত্র মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার রয়ে গেলেন নিজের পদে।
অরুণ গোয়েল হলেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস (আইএএস) এর একজন 1985-ব্যাচের অফিসার যিনি পাঞ্জাব ক্যাডারে কাজ করেছেন। 2022 সালে, অরুণ গোয়েল স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন এবং পরে ভারতের নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন।
গুজরাট এবং অন্যান্য রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে তাঁর নিয়োগ এসেছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) তার নিয়োগের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি আবেদনও দাখিল করেছিল কারণ তারা ভারতে নির্বাচন কমিশনারদের নিয়োগে আরও স্বচ্ছ প্রক্রিয়ার দাবি জানিয়েছিল।
“শহরের নিয়োগকে চ্যালেঞ্জ করে জনস্বার্থে রিট আবেদন করা হচ্ছে। অরুণ গোয়েল নির্বাচন কমিশনার হিসাবে 19 নভেম্বর, 2022 তারিখের বিজ্ঞপ্তির মাধ্যমে, এই ভিত্তিতে যে নিয়োগটি স্বেচ্ছাচারী এবং ভারতের নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক অখণ্ডতা এবং স্বাধীনতার লঙ্ঘন…," আবেদনে বলা হয়েছে।
সুপ্রিম কোর্ট তার নিয়োগের বিষয়ে কিছু দৃঢ় পর্যবেক্ষণ করেছে এবং বলেছে যে নির্বাচন কমিশনে যোগদানের আগে অরুণ গোয়েল কীভাবে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন তা রহস্যজনক ছিল। কিন্তু, সর্বোচ্চ আদালত তার নিয়োগকে ব্যাহত করা বন্ধ করে দেয় এবং এডিআরের আবেদন খারিজ করে দেয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊