HS Syllabus: বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিক সিলেবাস, কবে প্রকাশ?


WB School News

উচ্চমাধ্যমিকের সিলেবাস পরিবর্তন করতে চলছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রায় ১১ বছর পর প্রায় ৯০ শতাংশ সিলেবাস বদল হচ্ছে উচ্চমাধ্যমিকের। দিল্লি বোর্ডের আগেই নয়া পদ্ধতি অবলম্বন করছে রাজ্য। শুরু হতে চলেছে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা। সংসদ সূত্রে খবর, একাদশের পরীক্ষা নেবে স্কুল। তবে সেক্ষেত্রে মানতে হবে সংসদের গাইডলাইন।




কয়েকদিন আগেই সেমিস্টার পদ্ধতির কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বোর্ড। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, কোন সিলেবাসে, কীভাবে পরীক্ষা, জানানো হবে বৃহস্পতিবার। তবে পদ্ধতি চালু হওয়ায় উচ্চ মাধ্যমিকে আর টেস্ট পরীক্ষার গুরুত্ব থাকছে না।

সংসদের তরফে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশে কার্যকর হবে দুই সিমেস্টার পদ্ধতি। ২০২৫ সালের নভেম্বর এবং ২০২৬ সালের মার্চে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম ব্যাচ সিমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দেবে।

এর আগে সিলেবাস পরিবর্তন হয় ২০১৩ সালে। ১১ বছর পর আবার সিলেবাসে বদল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের মতে, "আগে বার্ষিক পরীক্ষা পদ্ধতি ছিল। এখন সেটা সেমিস্টার হচ্ছে। যেটা অনেক বেশি বিজ্ঞানসম্মত। উচ্চশিক্ষা অর্থাৎ স্নাতক, স্নাতকোত্তর স্তরে যা ইতিমধ্যেই রয়েছে।"